শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:১১:২৯

২৭ সেপ্টেম্বর আমিরাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), ছুটি ৩ দিন

২৭ সেপ্টেম্বর আমিরাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), ছুটি ৩ দিন

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে আগামী ২৭ সেপ্টেম্বর। এ উপলক্ষ্যে সাপ্তাহিক ছুটিসহ তিন দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এ ছুটি থাকবে। 

তবে শারজাহ প্রদেশে সাপ্তাহিক ছুটিসহ চার দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে শারজাহে।

আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী ২৯ সেপ্টেম্বর  শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছে।

দিনটি উপলক্ষ্যে বুধবার বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ পূণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন।

প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সংগঠনগুলো ২৬ সেপ্টেম্বর দিবাগত রাত থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করবে।

ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন রবিউল আউয়াল মাসের ১২ তারিখ।  দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে