এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশি ইলিশ পশ্চিমবঙ্গে কত দামে, কেমন বিক্রি হচ্ছে? অবাক হবেন! সাধ থাকলেও বেশি দামের কারণে পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীরা বাংলাদেশি ইলিশ কিনতে পারছেন না। ফলে বিক্রিতে মন্দা লেগেছে বাংলাদেশি ইলিশের।
এ বছর আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। ৭৯টি সংস্থা এ ইলিশ রপ্তানির ছাড়পত্র পেয়েছে। বৃহস্পতিবার প্রথম চালান এসে পৌঁছায় পশ্চিমবঙ্গে। জানা গেছে, প্রথম পর্যায়ে ২২টি ট্রাকে করে ৭০ টন ইলিশ ঢুকেছে হাওড়ার পাইকারি বাজারে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সকাল থেকেই রাজ্যটির হাওড়ার পাইকারি মাছ বাজারে বাংলাদেশের ইলিশের কেনাবেচা শুরু হয়। কিন্তু মাছের চাহিদা থাকলেও দামের কারণে অনেকেই কম পরিমাণ মাছ কিনেছেন। আর যেসব মাছ ব্যবসায়ীরা মাছ কিনেছেন তারাও স্বীকার করছেন খুচরা বাজারে তাদের এ মাছ বিক্রি করতে বেশ অসুবিধার মুখে পড়তে হতে পারে।
গতকাল হাওড়া পাইকারি মাছ বাজারে ভিড় ছিল চোখে পড়ার মতো। এমনিতেই প্রতি বছর গমগম থাকে এ মাছের বাজার। বাংলাদেশে ইলিশের উপস্থিতির খবর পেয়ে অনেক খুচরা বিক্রেতারা সাত সকালে উপস্থিত হন মাছ কিনতে। কিন্তু দাম শুনে ছ্যাঁকা খেয়েছেন সেসব ব্যবসায়ীরা।