রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:২৮:৪১

ফ্লোরিডায় ট্রেন-গাড়ির সংঘর্ষে নিহত ৫

ফ্লোরিডায় ট্রেন-গাড়ির সংঘর্ষে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি লেভেলক্রসিংয়ে মালবাহী ট্রেন ও এসইউভি গাড়ির সংঘর্ষে স্থানীয় সময় শনিবার রাতে পাঁচজন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভিডিও ফুটেজ ও সাক্ষীদের উদ্ধৃতি দিয়ে শেরিফ চ্যাড ক্রোনিস্টার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গাড়িচালক প্লান্ট সিটি ক্রসিংয়ে দুই দিকে লক্ষ না করে গাড়ি চালিয়েছিলেন। ক্রসিংটি শুধু সাইনবোর্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ট্রেনটি ঘণ্টায় প্রায় ৮৮ কিলোমিটার গতিতে ছুটছিল বলে ক্রোনিস্টার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন।

শেরিফ বলেন, কন্ডাক্টর ট্রেনটির গতি কমিয়ে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। চালককে সতর্ক করতে হর্ন ও লাইট ব্যবহার করেছিলেন। কিন্তু গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয় এবং সেটি বেশ কয়েকবার উল্টে ক্রসিং থেকে কিছুটা দূরে গিয়ে পড়ে।

ক্রোনিস্টার জানিয়েছেন, গাড়িটিতে সাত যাত্রীর মধ্যে পাঁচজন গাড়ি থেকে ছিটকে পড়ে মারা যায়।

যাত্রীদের মধ্যে কয়েকটি শিশুও ছিল। উদ্ধারকারীরা হাইড্রোলিক যন্ত্র ব্যবহার করে চালক ও সামনের যাত্রীকে বের করে আনেন। তারা এখন হাসপাতালে গুরুতর অবস্থায় রয়েছে।
পুলিশ এখনো নিহতদের শনাক্ত করতে কাজ করছে জানিয়ে শেরিফ বলেন, তার ধারণা, গাড়িটিতে থাকা সবাই একই পরিবার সদস্য।

তারা সম্ভবত কাছেই একটি জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল। সূত্র : এএফপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে