মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪২:০৩

রোল হয়ে স্ক্রিনের সাইজ পরিবর্তন, দুর্দান্ত ফিচারের রোলেবল স্মার্টফোন

রোল হয়ে স্ক্রিনের সাইজ পরিবর্তন, দুর্দান্ত ফিচারের রোলেবল স্মার্টফোন

আন্তর্জাতিক ডেস্ক : টেকনো তাদের অত্যন্ত সুন্দর কনসেপ্ট ফোনের থেকে পর্দা সরিয়ে নিয়েছে। এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে Tecno Phantom Ultimate নামে পেশ করা হয়েছে।

এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনে দুই তরফা রোলেবল স্ক্রিন যোগ করা হয়েছে। অর্থাৎ এই ফোনের স্ক্রিন রোল হয়ে সামান্য বড় হয়ে যায়। ব্র্যান্ডের তরফ থেকে এই ফোনের একটি ভিডিওও জারি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই কনসেপ্ট ফোন সম্পর্কে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবং ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে কোম্পানি Tecno Phantom Ultimate সম্পর্কে তথ্য শেয়ার করেছে। 

Tecno Phantom Ultimate কনসেপ্ট ফোনের সবচেয়ে বড় ফিচার এই ফোনের ইউনিক পদ্ধতিতে রোল হয়ে স্ক্রিনের সাইজ পরিবর্তন করতে পারে।

ভিডিওতে দেখা যাচ্ছে এই ফোনটি মাত্র 1.2 থেকে 1.3 সেকেন্ডের মধ্যে ডিসপ্লে 6.55 ইঞ্চি থেকে বাড়িয়ে 7.11 ইঞ্চি করতে সক্ষম। এই ফিচারের জন্য Tecno Phantom Ultimate ফোনে সিঙ্গেল ড্রাইভ মোটর সিস্টেম যোগ করা হয়েছে। ফোনের ওপরের প্যানেলে ডানদিকে অবস্থিত একটি বাটন প্রেস করে স্ক্রিনের এই মাপ পরিবর্তন করা যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে