বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:২৮:৪৩

বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১৩ জনের মৃত্যু

বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় বিয়ের এক অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শতাধিক মানুষ নিহত হয়েছেন। সেই সঙ্গে এই ঘটনায় আরো ১৫০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটে।

আজ বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে আজ ভোরবেলায়ও বিয়ের সেই অনুষ্ঠানে পুড়ে যাওয়া ভবনে উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি কর্মীরা। ইরাকের নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাক রয়টার্সকে বলেছেন, অগ্নিকাণ্ডে ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দেশের রাষ্ট্রীয় মিডিয়া বলছে, মৃতের সংখ্যা কমপক্ষে ১০০ এবং আহতের সংখ্যা ১৫০ জন। 

দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে রয়টার্স বলছে, উদযাপনের সময় আতশবাজি জ্বালানো হয়। আতশবাজিতে বিয়ে অনুষ্ঠানস্থলে আগুন ছড়িয়ে পড়ে। ভবনেল ভেতর থেকে অনেকে বের হয়ে গেছে। আবার অনেক আটকে গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে