বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:১১:০৭

ডলারের দাম সর্বোচ্চ গত ১০ মাসের মধ্যে!

ডলারের দাম সর্বোচ্চ গত ১০ মাসের মধ্যে!

আন্তর্জাতিক ডেস্ক : মন্দার ঝুঁকি কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, কমছে মূল্যস্ফীতিও। ফলে আবার শক্তিশালী হচ্ছে মার্কিন মুদ্রা ডলারের দাম। গতকাল মঙ্গলবার বিশ্ববাজারে ডলারের দাম বেড়ে ১০ মাসে সর্বোচ্চ হয়েছে। যুক্তরাষ্ট্রের বন্ড ইয়েল্ডের দাম বেড়ে ২০০৭ সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ দামে উঠেছে। যদিও জাপানি মুদ্রা ইয়েনের দর পড়েছে।

ফেডারেল রিজার্ভের অন্যতম নীতিনির্ধারক নিল কাশকারি গত সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি বিবেচনায় সুদের হার আরো বাড়ানো উচিত এবং দীর্ঘ মেয়াদে উচ্চ সুদ থাকা প্রয়োজন। যত দিন না মূল্যস্ফীতি ২ শতাংশের নিচে নামে। তাঁর বক্তব্যের পর থেকেই ১০ বছর মেয়াদি যুক্তরাষ্ট্রের ট্রেজারি ইয়েল্ডের দাম বেড়ে যায়।

এর ফলে মার্কিন ডলারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। এতে গতকাল আন্তর্জাতিক মুদ্রাসূচকে ডলার বেড়ে হয় ১০৬.২, যা ২০২২ সালের নভেম্বরের পর থেকে সর্বোচ্চ। প্রতিদ্বন্দ্বী আন্তর্জাতিক ছয় মুদ্রার বিপরীতে ডলারের দাম বাড়ে ০.১১ শতাংশ। এ ছাড়া ইউরোর দাম দাঁড়ায় ১.০৫৮৮ ডলার।

আরজেনটেক্স ব্রোকারের মুদ্রাবাজার বিশ্লেষক জো টাকি বলেন, ‘ডলার নিঃসন্দেহে অসাধারণ পারফরম করছে। এটা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উত্থানের কারণেই। আমরা অব্যাহতভাবে দেখতে পাচ্ছি দেশটির অর্থনৈতিক সূচক শক্তিশালী হচ্ছে।’ সূত্র : রয়টার্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে