রবিবার, ০৮ অক্টোবর, ২০২৩, ০৩:২৯:৫০

আইএমই র‌্যাাপিড, একবার ফুল চার্জ দিলে চলবে টানা ৩০০ কিলোমিটার!

আইএমই র‌্যাাপিড, একবার ফুল চার্জ দিলে চলবে টানা ৩০০ কিলোমিটার!

আন্তর্জাতিক ডেস্ক : একবার ফুল চার্জ দিলে টানা ৩০০ কিলোমিটার পথ চলতে পারবে। এমনই স্কুটার আন্তর্জাতিক বাজারে এলো। ব্যাটারিচালিত এই স্কুটার এনেছে আইএমই র‌্যাাপিড।

বৈদ্যুতিক স্কুটারটির নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে এটাই ভারতের সবচেয়ে বেশি রেঞ্জ দেওয়া স্কুটার। যা ফুল চার্জে ৩০০ কিলোমিটার চলতে সক্ষম।

পরিবেশ রক্ষার জন্য বড় পদক্ষেপ নিতে শুরু করেছেন মানুষ। দেশে অনেকেই ত্যাগ করেছেন জ্বালানি চালিত স্কুটার। ঝুঁকছেন ইলেকট্রিক স্কুটারের দিকে। কিন্তু এই ধরনের স্কুটির ক্ষেত্রে রেঞ্জ একটি বড় ফ্যাক্টর, আর তাতেই চমক দিতে হাজির হয়েছে দুরন্ত একটি ইলেকট্রিক স্কুটার।

চলতি মাসেই বাজারে এই স্কুটার নিয়ে হাজির হয় সংস্থাটি। লং রেঞ্জ স্কুটারের ক্যাটাগরিতে রাখা হয়েছে এই দুই চাকা। ফুল চার্জে লম্বা পথ যেতে পারে আইএমই র‌্যাপিড।

এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে ২ কিলোওয়াট আওয়ারের ইলেকট্রিক মোটর। ৬০ ভোল্টের ব্যাটারিতে এটি পাওয়া যাবে। ২৬, ৫২ এবং ৭২ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি অপশনে এটি কেনা যাবে।

স্কুটারটি একাধিক রেঞ্জের ভেরিয়েন্টসহ বাজারে এনেছে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান আইএমই র‌্যাাপিড।। প্রথম ভেরিয়েন্টে রেঞ্জ মিলবে ফুল চার্জে ১০০ কিলোমিটার, দ্বিতীয় ভেরিয়েন্টে ২০০ কিলোমিটার এবং তৃতীয় মডেলে ফুল চার্জে ৩০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে।

নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে, স্কুটারটি কিনে আপনি আরামে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন। এর সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। রয়েছে ডিস্ক ব্রেক এবং একাধিক স্মার্ট ফিচার্স। সংস্থা জানিয়েছে, সমস্ত গ্রাহকদের জন্য যানবাহনের ঝামেলা মুক্ত পরিষেবা দেওয়ার সুবিধার্থে বেঙ্গালুরু সহর জুড়ে ওয়ারেন্টি ও খুচরা যন্ত্রাংশ উপলব্ধ থাকবে। পাশাপাশি আগামী দিনে আরও অনেক সহরে এই স্কুটার লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে সংস্থা।

যেহেতু একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে স্কুটার তাই সেই অনুযায়ী দাম রাখা হয়েছে। স্কুটারটির ভিত্তিমূল্য ভারতের বাজারে ৯৯ হাজার রুপি থেকে শুরু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে