মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ০৩:২৬:০৮

শরণার্থী শিবিরে হামলা মিয়ানমার সেনাবাহিনীর, ৩২ জনের মৃত্যু

শরণার্থী শিবিরে হামলা মিয়ানমার সেনাবাহিনীর, ৩২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: শরণার্থী শিবিরে মিয়ানমার সেনাবাহিনীর সন্দেহভাজন ড্রোন হামলায় ৩২ জন নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, ‘মিয়ানমারের কাচিন রাজ্যের দুর্গম পাহাড়ি শহর লাইজায় একটি শরণার্থী শিবিরে দেশটির সেনাবাহিনীর সন্দেহভাজন ড্রোন হামলায় ১৩ শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছে।’

বার্মিজ খিত থিট নিউজ জানিয়েছে, সামরিক কাউন্সিলের সৈন্যরা লাইজা ক্যাম্পে গুলি চালায়। সেখানে সশস্ত্র মিলিশিয়া সংগঠন কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ) সদর দফতর অবস্থিত।

এ গণমাধ্যমটি আরও বলেছে, গত রাতে ভারী অস্ত্রের গোলাগুলির সময় কমপক্ষে ৩২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন (কেআইও) হচ্ছে উত্তর মিয়ানমারের জাতিগত কাচিনদের একটি রাজনৈতিক দল। কেআইএর হচ্ছে তাদের সামরিক শাখা। কাচিনরা হলো ছয়টি উপজাতির একটি দল - যাদের ভূখণ্ডের মধ্যে রয়েছে চীনের ইউনান রাজ্য, উত্তর-পূর্ব ভারত এবং মিয়ানমারের কাচিন রাজ্য।

২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সেলর অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করেছে।

এ সামরিক অভ্যুত্থানের ফলে সেখানে ব্যাপক বিক্ষোভ হয় এবং দেশজুড় সংঘাত বাঁধে। এরপর মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির বিদ্রোহীদের দমন করতে গেলে অসংখ্য মানুষ মারা যায়। সূত্র : আনাদোলু এজেন্সি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে