মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১১:০৯:৩৮

এবার লেবানন থেকেও ইসরায়েলে একের পর এক রকেট নিক্ষেপ

এবার লেবানন থেকেও ইসরায়েলে একের পর এক রকেট নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক: হামাসের সাথে চলমান যুদ্ধে বিপর্যস্ত ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আরেক প্রতিবেশী লেবানন থেকে চালানো রকেট হামলা। হামাসের সাথে যুদ্ধ শুরুর একদিন পর থেকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলা করছে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। টানা তৃতীয় দিনের মতো মঙ্গলবার লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে একের পর এক রকেট নিক্ষেপ করা হয়েছে বলে তিনটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে, ফিলিস্তিনি দলগুলো বোমাবর্ষণ করেছে। দ্বিতীয় আরেকটি সূত্র বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের ভেতরে রকেট হামলা চালানো হয়েছে। এর জবাবে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবাননের ভূখণ্ড থেকে ধেয়ে আসা রকেটের পাল্টায় গোলাবর্ষণ করা হয়েছে। মঙ্গলবার লেবানন থেকে অন্তত ১৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে চারটিতে বাধা দেওয়া হয়েছে এবং বাকি ১০টি খোলা জায়গায় পড়েছে।

সোমবার লেবানন সীমান্ত থেকে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টার সময় হিজবুল্লাহর তিন যোদ্ধা নিহত হওয়ার পর থেকে ইসরায়েলের সাথে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সীমান্তে সোমবারের সংঘাতে তিন হিজবুল্লাহ সদস্য ছাড়াও ইসরায়েলি এক সেনা কর্মকর্তা ও দুই ফিলিস্তিনি যোদ্ধার প্রাণহানি ঘটে।

লেবাননের দক্ষিণাঞ্চলে নিযুক্ত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল বলেছে, তারা মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে টায়রে শহরের দক্ষিণে একটি রকেট উৎক্ষেপণ শনাক্ত করেছে। হামাস-ইসরায়েল চলমান সংঘাতে সব পক্ষকে সংযম চর্চার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইউএনআইএফআইএলের মুখপাত্র বলেছেন, লেবাননের যে অঞ্চল থেকে রকেট নিক্ষেপ করা হয়েছিল, সেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী ইউনিটগুলোকে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছিল। সূত্র: রয়টার্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে