বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ০২:৫১:০৩

একটি বিয়ের ভিডিও ঘিরে চারদিকে হইচই শুরু হয়েছে

একটি বিয়ের ভিডিও ঘিরে চারদিকে হইচই শুরু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে নিয়ে সমাজমাধ্যমে নানা রকমের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি একটি বিয়ের ভিডিও ঘিরে চারদিকে হইচই শুরু হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, বধূর বেশে কান্নাকাটি শুরু করেছেন এক তরুণী। 

না! পরিবারের সদস্যদের ছেড়ে আসতে হবে বলে তিনি কান্নাকাটি করেননি, বরং বিয়ের দিনেই স্বামীকে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরে ফেলেছিলেন তিনি। তাই কাঁদতে কাঁদতে তাঁর প্রাণ যায় যায় অবস্থা। ঘটনাটি ঘটেছে চিনে।

ভিডিওতে দেখা যাচ্ছে বধূর পরনে সাদা গাউন, মাথায় ঝুলচে ভেল। হন্তদন্ত হয়ে একটি সাদা গাড়ির দিকে ছুটে আসছেন বধূ। গাড়ির দরজায় ধাক্কা মেরে কাঁদতে শুরু করলেন তিনি। 

দরজা খুলতেই অন্য মহিলার সঙ্গে ধরা পড়ে গেলেন তাঁর স্বামী। কনেকে দেখে চমকে গেলেন বর। গাড়ি থেকে নেমে পালিয়ে গেলেন সেই তরুণ আর তাঁর বান্ধবী। সেই দেখে কান্নায় ভেঙে পড়লেন কনে। তাঁকে শান্ত করার জন্য এগিয়ে আসেন তাঁর বন্ধুবান্ধব।

সমাজমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ামাত্র নানা লোকে নানা রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘’ভালই হয়েছে বিয়ের আগেই ছেলেটির আসল পরিচয় জানা গিয়েছে।” আর এক জন লিখেছেন, ‘’আশা করছি পরে আর ওই ছেলেটিকে বিয়ে করেননি তরুণী!’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে