শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ০৯:৫৪:১৭

পানির তলায় ‘গুপ্তধন’ পেলেন সুমিত্রা!

পানির তলায় ‘গুপ্তধন’ পেলেন  সুমিত্রা!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমালয়ের ছোট রাজ্য সিকিমে ব্যাপক বৃষ্টি ও আকস্মিক বন্যায় জলবন্দি হয়ে পড়েছিল সেখানকার হাজার হাজার বাড়ি। সেই পানির তলায় ‘গুপ্তধন’ পেলেন  সুমিত্রা ছেত্রী নামে এক নারী। 


গতকাল বাড়ির সামনে থেকে পলি সরানোর কাজ করছিলেন সুমিত্রা। সেই সময় উঠানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। পানির তোড়েই ভেসে এসেছিল সে ব্যাগ। 


কৌতূহলের বশে ব্যাগ খুলেই চোখ কপালে উঠল ওই নারীর। ব্যাগের ভেতর পেলেন সোনা-রূপার অলঙ্কার থেকে শুরু করে সোনার ছোট ছোট কয়েন। 


যদিও সুমিত্রা তা লুকিয়ে ফেলননি। নিজের কাছেও রাখতেও চাইছেন না। তিনি সঙ্গে সঙ্গে খবর দেন পঞ্চায়েতের সদস্যদের। প্রতিবেশীদেরও জানান, এমন একটি ব্যাগ পেয়েছেন তিনি। 


খবর পেয়ে সুমিত্রার বাড়িতে যান পঞ্চায়েত সদস্য। তিনি বলেন, অন্তত সাত আট লাখ টাকার সোনার গয়না পেয়েছেন সুমিত্রা। তিস্তার স্রোতে কোথা থেকে ভেসে এসেছে, জানি না। 


তবে চিন্তার কোনো কারণ নেই। এই অলঙ্কার আপাতত সুমিত্রাদেবীর কাছেই থাকবে। কেউ যদি উপযুক্ত প্রমাণ দিয়ে বলতে পারেন যে, এই সোনা তার, তা হলে তাকে সেগুলো দিয়ে দেওয়া হবে।  


সুমিত্রা বলেন, বাড়ি থেকে পলিমাটি সরানোর সময় একটা ব্যাগ পাই। ব্যাগের ভিতর থেকে সোনা আর রূপোর অলঙ্কার পাই। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে