শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ১০:২৪:০২

গাজায় স্থল অভিযান শুরু করল ইসরায়েল

গাজায় স্থল অভিযান শুরু করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় স্থল অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাঙ্কের সহযোগিতায় পদাতিক বাহিনী গাজায় স্থানীয়ভাবে অভিযান চালিয়েছে।

হামাস কর্মকর্তা বলেছেন, আমরা গাজার উত্তরাঞ্চলের এবং গাজা শহরের জনগণকে নিজেদের বাড়িতে থাকতে বলেছি।' ইসরায়েল বলেছে, শুক্রবার তাদের পদাতিক বাহিনী এবং ট্যাঙ্কগুলো, গাজা উপত্যকার অভ্যন্তরে অভিযান চালিয়েছে।

এর আগে ইসরায়েল ২৪ ঘণ্টার মধ্যে গাজা উপত্যকার উত্তরাঞ্চলের ১০ লাখের বেশি বাসিন্দাকে ওই অঞ্চল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। তবে হামাস জানিয়েছে, ইসরায়েলের এমন হুমকিতে ভীত নয় ফিলিস্তিনিরা। তারা ইসরায়েলের আহ্বানে সাড়া দেয়নি।

এদিকে শুক্রবার লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত এবং আল জাজিরা, রয়টার্স, এপিসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রয়টার্স নিশ্চিত করেছে ইসরায়েলের হামলায় তাদের এক সাংবাদিক নিহত হয়েছেন। তার নাম ইশাম আব্দুল্লাহ।

এ বিষয়ে এক বিবৃতিতে রয়টার্স জানায়, ‘ইশাম দক্ষিণ লেবাননে কাজ করা রয়টার্সের ক্রুদের সঙ্গে সরাসরি সিগন্যাল দেওয়ার কাজ করছিলেন। ওই অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং ইশামের পরিবারের পাশে দাঁড়িয়েছি।’

সংস্থাটি আরও জানায়, ইসরায়েলের এ হামলায় রয়টার্সের অপর দুই সাংবাদিক আল-সুদানি এবং মাহের নাজেহ আহত হয়েছেন। এখন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শুক্রবার (১৩ অক্টোবর) আহত সাংবাদিকরা দায়িত্ব পালন করতে ইসরায়েল-লেবানন সীমান্তের আলমা আস-সাবে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনী একটি ট্যাংক থেকে তাদের উপর সরাসরি গোলা ছোড়ে। সেখানকার অবস্থা ভয়াবহ ছিল।

আল জাজিরা আরও জানিয়েছে ,হামলার শিকার সাংবাদিকরা সবাই ‘প্রেস’ লেখা সংবলিত নিরাপত্তা ভেস্ট পরে ছিলেন। তারা একটি খোলা স্থানে ছিলেন এবং জায়গাটি একটি পাহাড়ের উপরে ছিল। যারা সেখানে নজরদারি চালাচ্ছিল, লক্ষ্য রাখছিল তারা সবাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন, ওই দলটি সাংবাদিকদের দল ছিল।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ১০ সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রেস গেজেট।

চলমান সংঘাতে হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ ইসরায়েলি নিহত এবং ৩ হাজার ২৯৭ জন আহত হয়েছে। অন্যদিকে, ইসরায়েলের হামলায় ৬১৪ শিশুসহ ১ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ৭ হাজার ৬৯৬ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে