আন্তর্জাতিক ডেস্ক : ইরানের খুজেস্তান প্রদেশের মোশরাগেহ জেলায় একটি অপেক্ষাকৃত শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রবিবার দুপুরে কম্পনটি অনুভূত হয়।
ইরানের ভূমিকম্পবিদদের মতে, রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর পৌনে ৩টায় ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের রামশির কাউন্টির মোশরাগেহ জেলা।
আহভাজ, মাহশাহর, রামশির, হোভেইজেহসহ প্রদেশের বিভিন্ন শহরে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মোশরাগেহ শহর থেকে সাত কিলোমিটার দূরে, রামশির থেকে ২০ কিলোমিটার ও রামহরমোজ থেকে ২৮ কিলোমিটার দূরে।
ভূমিকম্পে হতাহতের ও ভবনের ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।
প্রতিবেশী আফগানিস্তানে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের মাত্র কয়েক ঘণ্টা পর ইরানে ভূমিকম্পটি আঘাত হানল।
আফগানিস্তানে ভূমিকম্পে কমপক্ষে একজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। আফগানিস্তানে এক সপ্তাহ আগেও একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সেবার দুই হাজার জনেরও বেশি লোকের প্রাণহানির হয়। সূত্র : মেহের নিউজ এজেন্সি, আনাদোলু এজেন্সি