সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ০১:২৮:৪৬

গাজা দখলের কোনো আগ্রহ নেই: জাতিসংঘে ইসরাইল

গাজা দখলের কোনো আগ্রহ নেই: জাতিসংঘে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা দখলের কোনো আগ্রহ নেই ইসরাইলের। জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত গিলাদ এরদান এ মন্তব্য করেছেন। ইসরাইল যখন গাজায় পুরোদমে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে, তখন এমন মন্তব্য করলেন তিনি।

স্থল হামলার প্রস্তুতির পাশাপাশি ইসরাইল সমুদ্রপথে হামলারও প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া আকাশপথে যুদ্ধবিমান থেকে গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে তারা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে গিলাদ এরদান বলেন, তারা বেঁচে থাকার জন্য লড়াই করছেন। এর একমাত্র উপায় হলো— হামাসকে নির্মূল করা। এ জন্য তাদের যা করা দরকার, তা-ই করবেন।

গিলাদ এরদানের কাছে জানতে চাওয়া হয়, ইসরাইল যদি হামাসকে নির্মূল করে, তা হলে গাজা উপত্যকা কার শাসন করা উচিত।

জবাবে গিলাদ এরদান বলেন, যুদ্ধের একদিন পর কী ঘটবে, তা নিয়ে ভাবছে না ইসরাইল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সাক্ষাৎকারে গাজা দখলের বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করেছেন।

মার্কিন টেলিভিশন সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ নামের অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি গাজায় ইসরাইলের দখলদারিকে সমর্থন করবেন কিনা।

জবাবে বাইডেন বলেন, গাজা দখল করাটা হবে ইসরাইলের জন্য একটি বড় ভুল। তবে তিনি হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পক্ষে মত দেন। বাইডেনের এই বক্তব্যের পর গাজা দখলের কোনো আগ্রহ নেই বলে জানালেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে