সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ১১:১৯:২৩

অস্ত্রোপচারের পর পেট থেকে বের করা হলো ১০০টি ধাতব বস্তু!

অস্ত্রোপচারের পর পেট থেকে বের করা হলো ১০০টি ধাতব বস্তু!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাবে অস্ত্রোপচারের মাধ্যমে এক ব্যক্তির পেট থেকে প্রায় ১০০টি ধাতব বস্তু বের করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ৪০ বছর বয়সি ওই ব্যক্তি অসুস্থতা ও পেটে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

চিকিৎসক তার পেটে এক্স-রে স্ক্যান করলে অস্বাভাবিক কিছু ধরা পড়ে। তিন ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারের পর চিকিৎসকরা সফলভাবে তার শরীর থেকে জিনিসগুলো বের করেন।

প্রায় ১০০ জিনিসের মধ্যে ছিল ইয়ারফোন, ওয়াশার, তার, রাখি, লকেট, বোতাম, মোড়ক ও সেফটি পিন। ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে