মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ০৬:৫৩:২৮

ভিক্ষুকের কর্মকাণ্ড দেখে অন্য ক্রেতারা তাজ্জব হয়ে যান!

ভিক্ষুকের কর্মকাণ্ড দেখে অন্য ক্রেতারা তাজ্জব হয়ে যান!

এমটিনিউজ২৪ ডেস্ক : ভারতে, দামী আইফোনগুলিকে প্রায়শই একটি স্ট্যাটাস সিম্বল হিসাবে দেখা হয় এবং সাধারণ মানুষ ফোনের পেছনে এত টাকা খরচ করতে পারে না। 

সম্প্রতি, 'এক্সপেরিমেন্ট কিং' নামে একটি ইনস্টাগ্রাম চ্যানেল তুলে ধরেছে কিভাবে একজন ভিক্ষুক আইফোন কেনার জন্য দোকানে হাজির হলে দোকানদাররা তাকে দেখে বিস্মিত হয়ে যান। 

ভিডিওতে, ওই ভিক্ষুক আইফোন ১৫ কেনার জন্য কয়েন ভর্তি বস্তা নিয়ে ভারতের মরু রাজ্য যোধপুরের মোবাইল শোরুমে হাজির হন। যদিও কিছু মোবাইল স্টোর তাকে দোকানে প্রবেশ করতে দেয়নি, দৃশ্যত তার ছেঁড়া জামাকাপড়ের কারণে। অনেকে আবার  এতো কয়েন নিতে অস্বীকার করেছিল।

একটি দোকান অবশেষে তার সব কয়েন গ্রহণ করতে রাজি হয়। ওই ব্যক্তি তখন মেঝেতে বস্তা খালি করে সব কয়েন ঢেলে দেন এবং সেগুলি  দোকানদার ও তার কর্মীদের হাতে তুলে দেন। 

পরে ভিডিওতে দেখা যাচ্ছে দোকানের বিক্রেতারা কয়েন গুনছেন। ভিক্ষুক তারপর আইফোন প্রো ম্যাক্স কেনে এবং সেটির  সাথে পোজ দিয়ে ছবিও তোলে। ভিক্ষুকের কর্মকাণ্ড দেখে দোকানে উপস্থিত অন্য ক্রেতারা তাজ্জব হয়ে যান।

শেয়ার করার পর থেকে, ভিডিওটিতে ৩৪ মিলিয়নেরও বেশি ভিউ এবং বেশ কয়েকটি লাইক ও  মন্তব্য রয়েছে। কিছু ব্যবহারকারী মোবাইল স্টোরের কর্মীদের হৃদয়গ্রাহী প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। 

কেউ কেউ ভিক্ষুকের বিশ্বসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ আবার বলেছেন কারোর বাইরেটা দেখে বিচার করা উচিত নয়। প্রতিটি দোকানদারেরই তার গ্রাহকদের সম্মান করা উচিত  সে ধনী  হোক বা গরিব ।

উল্লেখ্য, অ্যাপলের বহুল প্রত্যাশিত আইফোন ১৫  সিরিজটি ২২  সেপ্টেম্বর থেকে ভারতে বিক্রি শুরু হয়েছিল। লঞ্চের আগে দিল্লি এবং মুম্বাইতে অ্যাপলের  দোকানের বাইরে দীর্ঘ লাইন দেখা গেছে।১২৮  জিবি বেস স্টোরেজ সহ আইফোন-১৫-এর দাম ৭৯ হাজার ৯০০ টাকা  থেকে শুরু। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে