বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১১:২২:২০

যে প্রেম নিবেদন নিমেষে ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে! লাফিয়ে বাড়ছে লাইক-শেয়ার

যে প্রেম নিবেদন নিমেষে ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে! লাফিয়ে বাড়ছে লাইক-শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক : ইদানীং ভাইরালের যুগ চলছে! পছন্দের কোনও কনটেন্ট, তা সে গান হোক কী নাচ কিংবা মনভালো করা কোনও দৃশ্য… নিমেষে ছড়িয়ে যাচ্ছে গোটা বিশ্বে! 

লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাইক-ভিউ-শেয়ার-এর সংখ্যা! কনটেন্টের মাণের উপর নির্ভর করে কনটেন্ট ভাইরাল হতেও সময় লাগছে না!

সদ্য একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে শত দুঃখতেও মুখে হাসি ফুটবে, হাজার স্ট্রেস-টেনশনের মধ্যেও দেখবেন মন কী হালকা লাগছে! শুধু মানুষ নয়, প্রাণীকূলও যে যথেষ্ট রোম্যান্টিক, জীব-জন্তুদের মধ্যেও যে রোম্যান্সের অভাব নেই, তারই প্রমাণ এই ভিডিও! 

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাঁতরে এসে প্রেমিকাকে ফুল দিয়ে প্রেম নিবেদন করছে প্রেমিক সিল! সিলের রোম্যান্টিক কায়দায় প্রেম নিবেদনে খুশ নেটিজেনরা। শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভিউ ছাড়িয়েছে ৪৭০০ হাজার, লাইকের বন্যা বয়ে গিয়েছে!

“Creature Nature” নামের একটি অ্যাকাউন্ট থেকে ট্যুইটারে ভিডিওটি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ সে ওকে ফুল দিল…তার খুশির সীমা নেই!”

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি পুল এনক্লোজারে রয়েছে দুটি সিল মাছ। পুরুষটির সামনে দড়িতে করে একগোছা টিউলিপ ফুল ঝোলালো নয়। সিলমাছটি হলুদ টিউলিপ মুখে করে তুলে নেয়, তারপর সাঁতার কাটতে কাটতে এগিয়ে যায় তার মহিলা সঙ্গিনীর কাছে।

এবার পাখনা দুটি জোরা করে প্রেমিকাকে সেই ভালবাসার ফুল উপহার দেয় পুরুষ সিল। ভালবাসায় গদোগদো হয়ে সেই ফুল গ্রহণ করল স্ত্রী সিল, তারপর গোটা পুল জুড়ে তার সে কী উন্মাদনা… গোল গোল ঘুরছে আর প্রেমিকের উপহার সবাইকে দেখাচ্ছে!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে