বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ১২:২৭:২৯

বাজারে আসছে আইফোনের নতুন সংস্করণ আইফোন-১৫

বাজারে আসছে আইফোনের নতুন সংস্করণ আইফোন-১৫

আন্তর্জাতিক ডেস্ক : ১৯ অক্টোবর দেশের বাজারে আসছে আইফোনের নতুন সংস্করণ আইফোন-১৫। উন্মোচনের প্রথম দিন থেকেই ফোনটির অফিশিয়াল সেট পাওয়া যাবে সেলেক্সট্রায়।

সম্প্রতি বাংলাদেশে অ্যাপলের অনুমোদিত রিসেলার হিসেবে আত্মপ্রকাশ করেছে সেলেক্সট্রা লিমিটেড। অফলাইন শপ ছাড়াও ই-কমার্স প্ল্যাটফর্ম সেলেক্সট্রা শপেও পাওয়া যাবে ফোনটি।

উপহার হিসেবে থাকছে অথেনটিক ২০ ওয়াট ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টার, আকর্ষণীয় ডিজো স্মার্টওয়াচ ও ফাস্ট্র্যাকের প্রিমিয়াম ওয়্যারলেস নেকব্যান্ড হেডফোন। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের ক্রেডিড কার্ড ব্যবহারে রয়েছে ক্যাশব্যাক অফার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে