শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ০৬:১৭:২৭

ভিসা ছাড়াই যাওয়া যাবে আমেরিকা!

ভিসা ছাড়াই যাওয়া যাবে আমেরিকা!

আন্তর্জাতিক ডেস্ক : হামাস–ইসরায়েল সংঘাতের মধ্যেই এবার ইসরায়েলিদের জন্য আরেকটি সুখবর নিয়ে এল আমেরিকা। এখন থেকে আমেরিকা যেতে হলে ইসরায়েলিদের কোনো ভিসা লাগবে না। 

ভিসা ছাড়া সর্বোচ্চ ৯০ দিন আমেরিকায় থাকতে পারবেন ইসরায়েলিরা। বৃহস্পতিবার এমন তথ্যই জানিয়েছে আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, আগামী ৩০ নভেম্বর থেকে এই নিয়ম চালু করার ঘোষণা গত মাসেই দিয়েছিল আমেরিকা। 

তখন বাইডেন প্রশাসন জানায়, ভিসা ওয়েবার প্রোগ্রামের (ভিডব্লিউপি) আওতায় আসবে ইসরায়েল। এর অনেক আগেই চালু হতে যাচ্ছে এটি। কেবল ইসরায়েলি নাগরিকেরা এই সুবিধা পাবেন বলে জানা গেছে।

এই সুবিধা পেতে হলে সবার আগে নিতে হবে ট্রাভেল অথোরাইজেশন (ইএসটিএ)। এ জন্য ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের (সিবিপি) ইলেকট্রনিক সিস্টেমে অনলাইনে আবেদন করতে হবে। যাদের বায়োমেট্রিক পাসপোর্ট রয়েছে এবং ৯০ দিনের বেশি থাকবেন না, তারা যোগ্য বলে বিবেচিত হবেন। 

ভিসা ওয়েবার প্রোগ্রামের (ভিডব্লিউপি) আওতায় আসতে হলে এসব নিয়মের মধ্যে যেতে হবে। না যেতে পারলে মার্কিন দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে।   
 
এই আবেদন আপাতত কেবল ইংরেজিতেই করা যাবে। আগামী ১ নভেম্বরের পর অন্য ভাষাতেও করার সিস্টেম চালু করবে আমেরিকা।  

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হয় ইসরায়েল–হামাস সংঘাত। এরই মধ্যে এতে দুই পক্ষের ৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। লেবাননের সীমান্তবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল। এই সংঘাতে ইসরায়েলকে সব রকমের সহযোগিতারা আশ্বাস দিয়েছে আমেরিকা ও যুক্তরাজ্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে