শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ০৬:৫২:৩৭

অদ্ভুত এক পাথর , এটা অলৌকিকতার চেয়েও কম কিছু নয়

অদ্ভুত এক পাথর , এটা অলৌকিকতার চেয়েও কম কিছু নয়

আন্তর্জাতিক ডেস্ক : আপনি হয়ত অনেক আশ্চর্যধরনের পাথরের কথা শুনে থাকবেন। তবে মধ্যপ্রদেশের রতলামে মা দুর্গার মন্দিরে এমনই এক অনন্য পাথর রয়েছে, যা বাজালে ঘন্টার মত শব্দ হয়। এই পাথর থেকে আওয়াজ বের হওয়ার কথা শুনে মানুষ অবাক হয়। এটাকে অনেকেই ঐশ্বরিক অলৌকিক ঘটনা বলে মনে করেন। যেকোনো বস্তুর সাথে এই পাথরের সংঘর্ষ হলে এটি ধাতুর মত শোনাবে।

রতলাম থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বেরছা গ্রামের কাছে একটি প্রাচীন পাহাড়ে অবস্থিত, এই মন্দিরটি অম্বে মাতার মন্দির হিসেবে পরিচিত। মন্দির থেকে অল্প দূরেতে এই পাহাড়ে একটি অনন্য পাথর রয়েছে। এই পাথরটিকে অন্য কোন পাথর দিয়ে আঘাত করলে ধাতুর মত শব্দ বের হয়।

জানা যায়, এই মন্দিরের ইতিহাস অনেক পুরনো। এই মন্দিরটি প্রথম দেখেছিলেন এক গ্রামবাসী। তখন এখানে আসার কোন উপায় ছিল না। এরপর গ্রামবাসীরা এখানে আসার জন্য একটি সরু রাস্তা তৈরি করে, যাতে মন্দিরে পূজা ও অন্যান্য উপকরণগুলি নিয়ে যাওয়া যায়।

বেরছা গ্রামের কাছে অবস্থিত এই প্রাচীর মন্দির থেকে অল্প দূরে একটি অদ্ভুত পাথর রয়েছে, যাতে আঘাত করলে ধাতুর মত শব্দ উৎপন্ন হয়। এটা অলৌকিকতার চেয়েও কম কিছু নয়। যদিও পুরো পাহাড়টি পাথরের পরিপূর্ণ, তবে এটি একটি বিশেষ পাথর। গ্রামবাসীরা এই পাথরটিকে ঐশ্বরিক অলৌকিক ভেবে পূজা শুরু করেছে। এই পাথর থেকে শব্দ শোনার জন্য আজকাল প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে