রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ০৫:৪৫:০১

পাকিস্তানে ফিরেই বাংলাদেশের উন্নয়ন নিয়ে যা বললেন নওয়াজ শরিফ

পাকিস্তানে ফিরেই বাংলাদেশের উন্নয়ন নিয়ে যা বললেন নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক : চার বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে শনিবার যুক্তরাজ্য থেকে নিজ দেশ পাকিস্তানে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

পাকিস্তানে ফিরেই লাহোরে একটি বিশাল জনসভায় অংশ নেন তিনি। সেখানে দেশটির রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তার এ বক্তব্যে ওঠে এসেছে বাংলাদেশের উন্নয়নের কথাও। তিনি বলেছেন, বর্তমানে বাংলাদেশ এগিয়ে গেছে, আর পাকিস্তান পিছিয়ে গেছে।

বাংলাদেশের উন্নয়ন নিয়ে নওয়াজ শরিফের বক্তব্যের একটি ভিডিও মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছেন সিদান্ত সিবাল নামের এক ব্যক্তি। 

ওই ভিডিওতে নওয়াজ শরিফকে বলতে শোনা যায়, পূর্ব ও পশ্চিম পাকিস্তান আলাদা না হলে বর্তমান পাকিস্তান এক বিশাল অর্থনৈতিক করিডোরে পরিণত হত। যাকে ভারতও গুরুত্ব দিত। বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের সঙ্গে থাকলে আমরা এগিয়ে যেতাম।

চার বছর আগে পাকিস্তানের ক্ষমতায় আসেন তেহরিক ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরই নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়। এরপর নওয়াজ চিকিৎসার কথা বলে বিদেশে নির্বাসনে থাকা শুরু করেন।

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে ফিরলেন নওয়াজ। তাকে পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী মানছেন মুসলিম লিগের নেতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে