বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ০২:৫৩:১৬

ইসরায়েলি হামলায় মৃত মায়ের পেট থেকে জীবিত শিশু বের করল চিকিৎসকরা

ইসরায়েলি হামলায় মৃত মায়ের পেট থেকে জীবিত শিশু বের করল চিকিৎসকরা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গর্ভবতী এক নারী নিহত হলেও গর্ভের সন্তানটি বেঁচে গেছে। দক্ষিণ গাজার একটি হাসপাতালের চিকিৎসকরা শিশুটিকে মৃত মায়ের পেট থেকে নিরাপদে বের করতে সক্ষম হয়েছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আল জাজিরার পোস্ট করা একটি ভিডিওতে নবজাতককে দেখা যাচ্ছে। কন্যা শিশুটিকে দক্ষিণ গাজার নাসের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
 নাম রাখা হয়েছে শায়মা।

গাজার মধ্যবর্তী শহর দেইর আল-বালাহ শহরে বিমান হামলায় ২৩ বছর বয়সী ওই মায়ের মৃত্যু হয়। চিকিৎসক ওয়াজদি কিশত রয়টার্সকে বলেন, ‘মৃত গর্ভবতী মাকে এখানে আনা হয়েছিল এবং আমরা পরীক্ষা করে দেখলাম শিশুটি জীবিত আছে। এর পরেই ডাক্তাররা দ্রুত অস্ত্রোপচার শুরু করেন।

শিশুটির বাবাও হামলায় নিহত হয়েছেন। তবে দাদি বেঁচে আছেন। হাসপাতালের আরেক চিকিৎসক ফাদি আল-খরোতে বলেছেন, শিশুটির বেঁচে থাকা একটি ‘অলৌকিক ঘটনা। কারণ, অস্ত্রোপচার শেষ হওয়ার দশ মিনিট আগেই শিশুটির মা মারা যায়।

 নাসের আল-নাওয়াজা নামে একজন বলেছেন, শিশুটিকে সুস্থ রাখতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটি এখন স্থিতিশীল রয়েছে। কিন্তু নাসের হাসপাতালে ইসরায়েলি অবরোধের কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধের মুখে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে