শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ১০:৪৬:১২

নতুন স্মার্টফোন, ভাজ করে হাতের কবজিতে মুড়িয়েও ব্যবহার করা যাবে!

নতুন স্মার্টফোন, ভাজ করে হাতের কবজিতে মুড়িয়েও ব্যবহার করা যাবে!

আন্তর্জাতিক ডেস্ক : ফোল্ডেবল ডিসপ্লেকে আরও একধাপ এগিয়ে নিতে নতুন স্মার্টফোনের ধারণা দিল মটোরোলা। ঘড়ির মত হাতের কবজিতে মুড়িয়েও ফোনটি ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ফোনটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটির একটি নমুনা লেনেভো টেক ওয়ার্ল্ড ২০২৩ এর ইভেন্টে উন্মোচন লেনেভো (মটোরোলার মূল কোম্পানি) উন্মোচন করে। ফোনটিতে ৬ দশমিক ৯ ইঞ্চির ফুল এইচডি ও পোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

নমুনা ফোনটিতে অনন্য কিছু ফিচার যুক্ত করা হয়েছে। দাঁড়া করিয়ে রাখলে ফোনটি ব্যবহারকারীর জামা শনাক্ত করে এবং ম্যাচিং ওয়ালপেপার তৈরি করে। এর ফলে ফোনটিকে স্মার্টওয়াচের মত দেখা যায়। ভিডিও কলের জন্য ফোনটি চোখের সঙ্গে সংগতি রেখে সেট আপ করা যাবে।

এই ইভেন্টে এআইভিত্তিক বিভিন্ন নতুন ফিচারের ধারণা দেয় মটোরোলা। ব্যবহারকারীরা নিজেদের ছবি ফোনে আপলোড করেও এআইভিত্তিক ডিভাইস ওয়ালপেপার তৈরি করতে পারবে। 

কোম্পানিটি ফোন ও পিসির জন্য ‘মটোএআই’ নামের নতুন ভয়েস বা টেক্স অ্যাসিসটেন্স তৈরি করছে। এতে ব্যবহারকারীর প্রাইভেসির (গোপনীয়তা) লঙ্ঘন হবে না বলে কোম্পানিটি দাবি করছে। এ ছাড়া ভাঁজ ও ছায়া কমিয়ে আরও পরিষ্কার ছবির জন্য মটোরোলা স্মার্টফোনের ডকুমেন্ট স্ক্যানিং ফিচার উন্নয়নেও কাজ করছে।

আকৃতি পরিবর্তনকারী এই ফোন চমকপ্রদ হলেও বাণিজ্যিকভাবে কতটুকু সফলতা পাবে তা ভবিষ্যতে জানা যাবে। ফোনটির স্থায়িত্ব, আরাম এবং কেসিংয়ের মত বিষয়গুলো নিয়ে অনেক সমালোচকেরা উদ্বিগ্ন প্রকাশ করেছে। 

এই ফোনের সাহায্যে উদ্ভাবক হিসেবে জোরালো অবস্থান অর্জন করেছে মটোরোলা। মটোরোলা ফোল্ডিং ফোনে দিকে ঝুঁকছে। এআইয়ের ব্যবহারে গ্রাহকের অভিজ্ঞতাকে পুনরায় সংজ্ঞায়িত করতে চাইছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে