আন্তর্জাতিক ডেস্ক: ভারতে দোকানের বাইরেই এক দোকানিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই দোকানির নাম হরজিন্দর সিং জোহাল। দোকানের বাইরে বসে থাকার সময় দুজন বন্দুকধারী এসে গুলিবর্ষণ করলে প্রাণ হারান তিনি।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যে। এদিকে হত্যাকাণ্ডের এই ঘটনা পাশেই থাকা একটি সিসিটিভিতে রেকর্ড হয়েছে এবং পরে সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পাঞ্জাবের ভাটিন্ডায় এক দোকানদারকে তার দোকানের বাইরে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি করে হত্যা করেছে। নিহত হরজিন্দর সিং জোহাল মল রোডে তার ‘অমৃতসারি কুলচা’ দোকানের বাইরে বসে ছিলেন, একপর্যায়ে বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে তার ওপর গুলি চালায়।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, নিহত জোহাল তার দোকানের বাইরে চেয়ারে বসে থাকার সময় দুইজন লোক মোটরসাইকেলে সেখানে আসেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে তাদের একজন জোহালকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।
বন্দুক হামলায় জোহাল গুরুতর আহত হন এবং পরে তাকে চিকিৎসার জন্য ভাটিন্ডার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আঘাত বেশ তীব্র হওয়ার কারণে তাকে ম্যাক্স হাসপাতালে রেফার করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।
জোহলের দোকানের কর্মী দিপু বলেন, ‘গুলির শব্দ শোনার সময় আমি দোকানের ওপরে দাঁড়িয়ে ছিলাম, মনে হলো যেন কেউ পটকা ফাটাচ্ছে। তারপর জোহাল চিৎকার করে বললেন, তাকে গুলি করা হয়েছে এবং হামলাকারীদের তিনি ধরতে বলেন। আমি তাদের ধাওয়া করি, কিন্তু তারা মোটরসাইকেলে পালিয়ে যায়।’
ভাটিন্ডা পুলিশের ডিএসপি কুলদীপ ব্রার পরে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেন। এ পর্যন্ত দুজনকে শনাক্ত করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে কাজ চলছে।
এদিকে এই ঘটনার পর বিরোধী নেতারা পাঞ্জাবের ভগবন্ত মান-নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি) সরকারের সমালোচনা করেছেন।
শিরোমণি আকালি দলের (এসএডি) সভাপতি সুখবীর সিং বলেন, ‘পাঞ্জাবে আম আদমি পার্টির শাসনামলে এই ধরনের ঘটনা সাধারণ হয়ে উঠেছে। পুরো ব্যবসায়ী সম্প্রদায় আতঙ্কের মধ্যে রয়েছে। শিরোমণি আকালি দল (এসএডি) এই বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি করছে।’
বিজেপি নেতা রূপচাঁদ সিঙ্গলও পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য আম আদমি পার্টির সরকারকে অভিযুক্ত করেছেন।