রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ০২:৫১:৪৮

লাখো জনতার সামনে গাজা ইস্যুতে যাকে দায়ী করলেন এরদোগান

লাখো জনতার সামনে গাজা ইস্যুতে যাকে দায়ী করলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হামলাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। 

শনিবার ফিলিস্তিনিদের সমর্থনে ইস্তান্বুলে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তুর্কি নেতা বলেন, ‘ইসরাইলের যুদ্ধাপরাধের পেছনে মূল অপরাধী পশ্চিমা মিত্ররা।’

সমাবেশে লাখো জনতার সামনে দেওয়া ভাষণে তুর্কি প্রেসিডেন্ট গাজায় ইসরাইলি বর্বরতার কঠোর নিন্দা জানান। এ সময় হুঁশিয়ার করে তিনি বলেন, ‘ইসরাইলকে বিশ্বের কাছে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করব। এর জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা।’

বিশাল সমাবেশে এরদোগান দাবি করেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়। হামাস গাজার প্রতিরোধ গোষ্ঠী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের সমাবেশে অন্তত দেড় লাখ লোক সমবেত হন। এ সময় তুর্কিদের ফিলিস্তিন এবং তুরস্কের পতাকা নাড়তে দেখা যায়। সমাবেশ থেকে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। 

গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলের বিমান হামলার শুরু থেকে বিরোধিতা করে আসছেন তুর্কিন নেতা। স্থল অভিযানেরে বিরুদ্ধে অবস্থান নিয়ে পশ্চিমাদের সমালোচনা করে আসছেন তিনি।  এরদোগান বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে