রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ০৬:০৫:৫০

চোখের ইশারাতেই এবার খুলবে স্মার্টফোনের অ্যাপ

চোখের ইশারাতেই এবার খুলবে স্মার্টফোনের অ্যাপ

এমটিনিউজ২৪ ডেস্ক : চোখের ইশারাতেই ফোনের অ্যাপ কন্ট্রোল করতে পারবেন। এমনই এক স্মার্টফোন নিয়ে আসছে নির্মাতা প্রতিষ্ঠান অনর। খুব শিগগির কোম্পানি আনতে চলেছে তাদের নতুন স্মার্টফোন অনর ম্যাজিক ৬। সেখানেই পাওয়া যাবে আই-ট্র্যাকিং ফিচার।

স্মার্টফোন নির্মাতার দাবি, এই ফিচারের মাধ্যমে চোখ দিয়েই খোলা যাবে ফোনের অ্যাপ। দরকার পড়বে না ত্বকের স্পর্শের। হাত ছাড়াই চোখের ইশারাতেই কাজ করবে বিভিন্ন অ্যাপ্লিকেশন। এই ফিচারটি কোম্পানি নাম দিয়েছে ‘ম্যাজিক ক্যাপসুল’।

ফিচারটি অনেকটা অ্যাপেল আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো। তবে এতে রয়েছে আই-ট্র্যাকিং ফিচার। একটি লাইভ পারফরম্যান্সে অনর দর্শকদের দেখায়, একজন নারী স্মার্টফোনটি হাতে নিয়ে আছেন এবং তার চোখে ইশারায় ফোনে উবার সহ একাধিক অ্যাপ কাজ করছে। তার দৃষ্টি পরিবর্তন হলেই ওই অ্যাপটি খুলে যাচ্ছে।

এই স্মার্টফোনটি হতে যাচ্ছে সংস্থার সবচেয়ে দামি এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্টফোন। এই ফিচার ছাড়াও এতে যে সুবিধাগুলো রাখা হচ্ছে তার মাধ্যমে ফোনের স্টোরেজে থাকা ভিডিওগুলো দিয়ে একটি কম্পিলেশন ভিডিও বানাতে পারবেন ব্যবহারকারীরা।

এছাড়াও ভিডিওতে কোনো কোনো ব্যক্তি রয়েছে তাদের ধরতে পারবে ফোনের এআই প্রযুক্তি। ব্যবহারকারী চাইলে প্রযুক্তির সাহায্যে ভিডিওতে কেবল সেইসব ব্যক্তিদেরও দেখাতে পারেন। যাতে ভিডিওটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। সূত্র: গিজমোচায়না

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে