মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ০৯:০০:০৬

তুমুল লড়াই শুরু হামাস ও ইসরায়েলি সেনার মধ্যে

তুমুল লড়াই শুরু হামাস ও ইসরায়েলি সেনার মধ্যে

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল সোমবার সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই হয়েছে। হামাস দাবি করেছে, তাদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে কিছু ইসরায়েলি ট্যাংক ও বুলডোজার।

মানবিক যুদ্ধবিরতির জন্য বিশ্বসম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে রবিবার রাতভর ও গতকাল দিনে গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়ে গেছে ইসরায়েল। গতকাল বিকেল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় উপত্যকাটির আরো ৬০০টিরও বেশি অবকাঠামোয় হামলা চালানো হয়েছে। এতে হামাসের বেশ কয়েকজন নিহত হয়েছে বলে দাবি ইসরায়েলের।

গাজার উত্তর-দক্ষিণমুখী প্রধান সড়কেও ইসরায়েলি সাঁজোয়া যান দেখা গেছে গতকাল। অভিযোগ পাওয়া গেছে, সেই পথ দিয়ে কিছু বেসামরিক লোক গাজা সিটি ছাড়ার সময় তাদের গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। রবিবার রাতের স্থল অভিযানে জিম্মি একজন নারী সেনাকে উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

গাজার উত্তরের বিভিন্ন হাসপাতালের আশপাশে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ওই সব হাসপাতালে আটকা পড়েছে শত শত রোগী। ইসরায়েলের নির্দেশ মেনে হাসপাতাল থেকে রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক শরণার্থী সংস্থা ইউএনআরডাব্লিউএ। অব্যাহত সংঘাতের মধ্যে গত রবিবার গাজায় ত্রাণবাহী ৩৩টি ট্রাক প্রবেশ করেছে। এ পর্যন্ত এক দিনে এটিই গাজায় প্রবেশ করা সর্বোচ্চসংখ্যক ট্রাক।

অন্যদিকে গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পূর্বনির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল। পরিষদের অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাতের আহ্বানে এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

 গাজায় তুমুল লড়াই
গতকাল গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই হয়েছে। ইসরায়েলি ট্যাংক গাজার সীমান্ত বেড়া থেকে কয়েক কিলোমিটার ভেতরে গাজা সিটির সালাহ আল-দিন সড়কের দিকে এগোনোর সময় প্রতিরোধের মুখে পড়ে।

গাজায় হামাসের সরকারি অফিসের প্রধান কর্মকর্তা সালামা মারুফ বলেন, সালাহ আল-দিন সড়কে হামাসের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি ট্যাংক ও বুলডোজার।

ইসরায়েলের সেনাবাহিনী গতকাল বলেছে, গাজা উপত্যকায় স্থল সেনা, হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এতে হামাসের ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও উৎক্ষপণকেন্দ্র ধ্বংস হয়েছে। হামাসের নৌবাহিনীর প্রধানসহ চার জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।

গতকাল গাজা শহর থেকে বের হওয়ার বেশ কয়েকটি পথ অবরুদ্ধ করে রাখে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শী ইউসেফ আল-সেইফি বলেন, গাজা সিটির পাশ থেকে ইসরায়েলি ট্যাংক থেকে গোলা ছোড়া হচ্ছিল।

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল হামাসশাসিত গাজায় টানা বোমাবর্ষণ করছে। হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ৪০০ জন নিহত হয়। অন্যদিকে ইসরায়েলের পাল্টা বোমা হামলায় গাজায় এ পর্যন্ত আট হাজার তিন শরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের প্রায় অর্ধেক শিশু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে