জনপ্রিয় ব্র্যান্ডের বেশকিছু স্মার্টফোন নভেম্বরের দিকে বাজার কাঁপাতে যাচ্ছে। এরকম স্মার্টফোন বাজার পাওয়া যাবে যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন ৩ চিপসেট এর ফিচার দেওয়া থাকবে।
তাছাড়া শাওমি ১৪ সিরিজের স্মার্টফোনের গ্লোবাল লঞ্চ এর অপেক্ষায় আছে গ্রাহকরা। নভেম্বরের দিকে বাজারে আসতে যাওয়া বেশ কিছু স্মার্টফোনের বিবরণ আজকের আর্টিকেলে তুলে ধরা হবে।
Realme GT 5 Pro Oppo A2
নভেম্বরের ১১ তারিখে অপোর এই স্মার্টফোনটি চায়নাতে উন্মোচন দেয়ার ঘোষণা আসবে। এই স্মার্টফোনটিতে ৮ মিলিমিটার এর পাতলা বডি এবং ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া থাকবে। ফোনটির ওজন হবে ১৯৩ গ্রাম। স্মার্টফোনটিতে ডায়মেনসিটি ৬০২০ চিপসেট দেওয়া থাকবে। পাশাপাশি ১২ জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পাঁচ হাজার মেগাহার্জের শক্তিশালী ব্যাটারির ফিচার দেওয়া থাকবে।
Vivo X100 Series
নভেম্বরের ১৭ তারিখে অফিশিয়ালি চায়নাতে রিলিজ হতে যাচ্ছে ভিভোর নতুন সিরিজের স্মার্টফোন। নতুন সিরিজের স্মার্টফোনে পেরিস্কোপ জুম ক্যামেরার জন্য ভিডিও এপিও সোনার লেন্স এর ফিচার থাকবে। প্রো প্লাস ভার্সনের স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ৩ চিপসেটের ফিচার থাকছে। যারা চমৎকার ইউনিক ডিজাইনের স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য এটি উপযুক্ত হবে।
Vivo X100 Series Samsung Galaxy A15
স্যামসাং এর নেক্সট জেনারেশনের স্মার্টফোন রিলিজ পেতে যাচ্ছে নভেম্বর মাসে। স্মার্টফোনটির ফোরজি ভার্সন এবং ৫জি ভার্সন বাজার পাওয়া যাবে। ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ,ফিঙ্গারপ্রিন্ট, ৫০০০ মেগাহার্জের ব্যাটারি ইত্যাদি ফিচার পাওয়া যাবে নতুন স্মার্টফোনটিতে।
Techno Spark 20 Series and Spark Go 2024
টেকনো সিরিজের নতুন স্মার্টফোন নভেম্বরে বাজারে লঞ্চ হতে যাচ্ছে। নতুন স্মার্টফোনের সিরিজে তিনটি মোবাইল অন্তর্ভুক্ত থাকবে। এসব স্মার্টফোনে হেলিও এবং ইউনিসকের চিপসেট এর ফিচার পাওয়া যাবে। তবে স্পার্ক ২০ প্রো স্মার্টফোনের চিপসেট নিয়ে বিশদ বিবরণ পাওয়া যায় না। ৫০০০ মেগাহার্জের ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফার্স্ট চার্জিং এর ফিচার পেয়ে যাবেন এখানে।
Realme GT 5 Pro
realme এর নতুন স্মার্টফোনটি চায়নাতে নভেম্বর মাসে রিলিজ পেতে যাচ্ছে। ব্র্যান্ডের নতুন নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের খ্যাতি পাবে এটি। কনফার্ম করা হয়েছে যে, কোয়ালকমের ফিচার দেওয়া থাকবে এখানে। ৬.৭ ইঞ্চির ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, উন্নত কুলিং সিস্টেম, ৫৪০০ মেগার্হাজ এর ব্যাটারি এবং ৫০ ওয়াটের ওয়ারলেস চার্জিং এর দুর্দান্ত ফিচার দেওয়া থাকছে স্মার্টফোনটিতে।