বৃহস্পতিবার, ০২ নভেম্বর, ২০২৩, ১২:০১:৫৯

২৪০ কিমি চলবে একবার চার্জ দিলে

২৪০ কিমি চলবে একবার চার্জ দিলে

আন্তর্জাতিক ডেস্ক : এলো দুনিয়ার সবচেয়ে বেশি রেঞ্জের ইলেকট্রিক সাইকেল। এই ইলেকট্রিক সাইকেলের নাম কগা পেস বি০৫। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি,  সাইকেলের রেঞ্জ ফুল চার্জে 240 কিলোমিটার। বর্তমানে অনেক স্কুটার বা মোটরসাইকেল রয়েছে যেখানে এই পরিমাণ রেঞ্জ পাওয়া যায় না।

কগা পেস বি০৫ মডেলের ই-সাইকেলে দেওয়া হয়েছে ৭৫০ ওয়াটের ব্যাটারি। যা প্যাডেল অ্যাসিস্ট-সহ এক চার্জে ২৪০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। সঙ্গে রয়েছে ২৫০ ওয়াট ইলেকট্রিক মোটর। জানা গিয়েছে, সাইকেলটি সর্বোচ্চ ৮৫ এনএম টর্ক তৈরি করতে পারে।

সর্বোচ্চ ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে পারে এই সাইকেল। এতে রয়েছে দুইটি পাওয়ার মোড - ইকো এবং ওয়াক অ্যাসিস্ট। ইকো মোডে ব্যাটারির ব্যবহার বেশি হয়। যেখানে ওয়াক মোডে প্যাডেলিং করতে হয় রাইডারকে।

সাইকেলে দেওয়া হয়েছে ১১ স্পিড শিমানো গিয়ার সিস্টেম। এছাড়াও মিলবে বোশ কিয়স্ক ডিসপ্লে এবং স্মার্টফোন সাপোর্ট। অ্যাপের মাধ্যমেই সাইকেলে একাধিক রাইডিং ফিচার নিয়ন্ত্রণ করতে পারবেন। পাশাপাশি ব্যাটারির অবস্থা কেমন তাও দেখা যাবে ফোন দিয়েই।

কগা পেস বি০৫ ইলেকট্রিক সাইকেলে ব্লুটুথ কানেক্টিভিটি দিয়েছে সংস্থা। জানা গিয়েছে ইবাইক ফ্লো নামের অ্যাপের মাধ্যমে স্মার্টফোন কানেক্ট করা যাবে। যে ২৪০ কিলোমিটার রেঞ্জের কথা বলা হচ্ছে, তা পাওয়া যাবে সাইকেলের ইকো মোডে।

ব্রেকিংয়ের জন্য এতে রয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক, অন্যান্য ফিচার্সের মধ্যে উল্লেখযোগ্য সুপার মটো এক্স টায়ার, এলইডি হেডলাইট, হেড টিউব লাইট এবং কিক স্ট্যান্ড। জানলে অবাক হবেন। এত কিছু সুবিধা এবং লং রেঞ্জ হওয়ার পরেও সাইকেলের ওজন মাত্ ২৮.৮ কেজি।

কগা পেস বি০৫ ইলেকট্রিক সাইকেলের দাম রাখা হয়েছে ৫২৯৯ ইউরো। বর্তমানে এটি ইউরোপের সীমিত কয়েকটি দেশ - ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফ্রান্সেই শুধুমাত্র বিক্রির জন্য ছাড়া হয়েছে। বাকি দেশগুলোতে এই সাইকেল কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে