এক্সক্লুসিভ ডেস্ক : স্মার্টফোনের এমন অনেক অংশ আছে যেগুলো সম্পর্কে মানুষ জানে না। তার মধ্যেই একটি হল ফোনে ক্যামেরা সেটআপের কাছে একটি ছোট্ট ছিদ্র। সঙ্গে সঙ্গে আপনার ফোনটা উল্টে নিয়ে দেখে নিলেন তো? সব ফোনে যে এই ছিদ্র থাকবেই, তেমন কোনও কারণই নেই।
তবে বর্তমানে বেশিরভাগ ফোনেই আপনি এই ছিদ্র দেখতে পাবেন। প্রায়শই স্মার্টফোনের পেছনের ক্যামেরার পিছনে একটি ছোট ছিদ্র থাকে। এই ছিদ্র বিভিন্ন মডেলে সামান্য ছোট বা বড় হতে পারে।
আপনি কি জানেন কোম্পানি কেন এই ছিদ্র দিয়েছে এবং এর কাজ কী? অনেকেই মনে করেন, ডিজাইনের জন্যই বোধ হয় ব্যবহার করা হয়েছে। কিন্তু একেবারেই তা নয়। কারণটি জানলে আপনি পরবর্তীকালে এমন ছিদ্র দেখে তবেই ফোন কিনবেন। চলুন জেনে নেওয়া যাক।
ছোট্ট ছিদ্রটির কাজ কী?
স্মার্টফোনের পিছনের এই ছোট ছিদ্রটি হল শব্দ বাতিল করার জন্য দেওয়া হয়। আদতে এটি একটি মাইক্রোফোন। অর্থাৎ, আপনি যখন স্মার্টফোনে কারও সঙ্গে কথা বলেন, তখন এই মাইক্রোফোনটি আপনার চারিদিক থেকে আসা শব্দকে কমিয়ে দেয়। এতে আপনি যখনই কোনো ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলেন, তখন আপনার ভয়েস স্পষ্টভাবে অন্য ব্যক্তির কাছে পৌঁছায়।
স্মার্টফোনের নিচের অংশে যেখানে চার্জার পয়েন্ট আছে, সেখানে একটি মাইক্রোফোনও দেওয়া আছে, যার মাধ্যমে আপনার স্পষ্ট আওয়াজ ফোনের ওপারে থাকা ব্যক্তির কাছে পৌঁছায়।
পেছনে উপস্থিত নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটি ব্যাকগ্রাউন্ডের শব্দ সম্পূর্ণভাবে কমাতে কাজ করে। তবে বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফোনেই এই ফিচার দেখতে পাওয়া যায়। চার্জার পয়েন্টের কাছের মাইক্রোফোনটি সমস্ত ফোনেই থাকে।