শনিবার, ০৪ নভেম্বর, ২০২৩, ০১:৫৮:৪৪

বিশ্বের সবচেয়ে দামি ফোনটি রয়েছে নীতা আম্বানির! মূল্য কত জানেন?

বিশ্বের সবচেয়ে দামি ফোনটি রয়েছে নীতা আম্বানির! মূল্য কত জানেন?

আন্তর্জাতিক ডেস্ক : স্মার্টফোন কোম্পানিগুলো প্রতিনিয়ত দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে চলেছে। এই সংস্থাগুলো তাদের স্মার্ট ফোনগুলোতে একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির করছে। 

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রতিটি শ্রেণীর গ্রাহকদের জন্য স্মার্টফোন প্রস্তুত করে। যে কারণে মানুষ তাদের বাজেট অনুযায়ী স্মার্টফোন কেনেন। বাজারের সাধারণ মানের স্মার্টফোন থেকে শুরু করে প্রিমিয়াম স্মার্টফোন পাওয়া যায়। যাদের বাজেট ভালো তারা সবচেয়ে দামি স্মার্টফোন কেনেন।

কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে এমন একটি ফোন আছে যার দাম বিমানে চেয়েও বেশি। এর পাশাপাশি জাগুয়ার এবং বিমডাব্লিউ গাড়ির থেকেও বেশি। এই প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে দামি ফোন সম্পর্কে বলা হয়েছে।

বিশ্বের সবচেয়ে দামি স্মার্টফোনের তালিকা:
Falcon Supernova iPhone 6 Pink Diamond 
Stuart Hughes iPhone 4s Elite Gold 
Stuart Hughes iPhone 4 Diamond Rose Edition 
Goldstriker iPhone 3GS Supreme 
Falcon Supernova iPhone 6 Pink Diamond

ফ্যালকন সুপারনোভা আইফোন ৬ পিঙ্ক ডায়মন্ড — এটি বিশ্বের সবচেয়ে দামি ফোন। এর দাম প্রায় ৩৯৫ কোটি টাকা। ফ্যালকন সুপারনোভা এই ফোনটি তৈরি করতে আইফোন ৬ এর সংযোজন রয়েছে। 

অ্যাপল ২০০৪ সালে আইফোন ৬ এর প্রবর্তন করে। ফ্যালকন সুপারনোভা আইফোনটি ২৪ ক্যারেট সোনা দিয়ে সজ্জিত। এর সাথে এর পেছনের প্যানেলে একটি গোলাপি রঙের হীরা লাগানো আছে।

এখানেই শেষ নয়, সংস্থাটি এটিকে প্ল্যাটনিয়ামের প্রলেপ দিয়েছে। এর পাশাপাশি ব্যবহারকারীদের নিরাপত্তার দিকেও খেয়াল রাখা হয়েছে। 

এই ফোনে তথ্য সুরক্ষিত রাখতে হ্যাক প্রিভেনশন প্রযুক্তির ব্যবহার আছে। আর এই পিঙ্ক ডায়মন্ড ফ্যালকন সুপারনোভার স্মার্টফোনটি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির কাছে রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে