শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:১৯:৫৭

চীনের প্লাস্টিকের চাল ছড়িয়ে পড়ছে ভারতসহ এশিয়ার বাজারে!

চীনের প্লাস্টিকের চাল ছড়িয়ে পড়ছে ভারতসহ এশিয়ার বাজারে!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতসহ গোটা এশিয়ার বাজারে ছেয়ে যাচ্ছে চীনের বিপজ্জনক প্লাস্টিক চালে। প্লাস্টিককে বিশেষ ধরনের প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এই নকল চাল। যা তৈরি হয় চীনের বিভিন্ন প্লাস্টিক কারখানায়। জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

ভারতীয়রা সব সময় সস্তায় জিনিস কিনতে চায়। এই কারনে চীনের প্লাস্টিকের চাল নিয়ে ভারতের শঙ্কা। কারণ চীন চালাকি করে এই চাল ভারতের বাজারে ছাড়তে পারে। দেখাগেলো বাজার থেকে কিনে আনলেন মিনিকিট বা ভালো কোন বাসমতির চাল। হাঁড়িতে সে চালের ভাতও পাকানো হলো। আর তা দিব্য খেয়ে ফেললেন আপনিও। কিন্তু, জানলেনও না, আপনি যে চালের ভাত খেলেন, সেটা কৃত্রিম চাল, আসলে প্লাস্টিক ছাড়া কিছু নয়।

জানা যায়, চীনের এই প্লাস্টিক চালের দামও অপেক্ষাকৃত সস্তা, দেখতেও বেশ সুন্দর। ভারতের কেরালার বাজারে কিনতে পাওয়া যায় এই প্লাস্টিকের চাল। আস্তে আস্তে তামিলনাড়ু কর্ণাটকে ঢুকতে শুরু করেছে এই চাল। এত ক্ষতিকারক চালের বিক্রিও বেশ। দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে এগুলো প্লাস্টিকের চাল। এই চাল ভারতের পাশাপাশি-সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামেও যাচ্ছে।

তা অবিশ্বাস আপনি করতেও পারেন আবার নাও করতে পারেন, কিন্তু, চীন এ ভাবেই নকল প্লাস্টিকের চালে এশিয়ার বাজার ধরে নিচ্ছে। এমনকী যারা চালের কারবারি, দিনরাত চাল নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, তারাও ধরতে পারেননি চীনের এই চালাকি। আর পাঁচটা চাইনিজ জিনিস যেমন সস্তায় মেলে, তেমন সস্তায় চাল কিনে, ব্যাপক মুনাফা করতে সেই নকল চালই বিক্রি করছে ব্যবসায়ীরা।

অবশ্য এর আগে নকল ডিম বানিয়েও দেদার আয় করেছে চীন। বাইরে থেকে দেখে, এমনকী ডিম ফাটিয়েও কারো ধরার ক্ষমতা হয়নি, সে নকল ডিমও। এই ডিমটি কি হাঁসের না, মুরগির। এই ডিম নাকি ভারতের বাজারেও বিক্রি হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাবধান করে জানিয়েছেন, এই প্লাস্টিকের চাল কিন্তু শরীরের পক্ষে মোটেও সুখের নয়। নিয়মিত খেলে প্রাণসংশয় হতে পারে। এমনকি এই চাল খেলে হজমে গোলমাল থেকে শুরু করে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে