শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:০৮:৩০

শিক্ষিকাকে কষে চড় মারলেন এক নেতা

 শিক্ষিকাকে কষে চড় মারলেন এক নেতা

আন্তর্জাতিক ডেস্ক : মিড ডে মিল নিয়ে বচসা।  শেষ পর্যন্ত স্কুলেরই এক শিক্ষিকা কষে চড় মারলেন স্থানীয় তৃণমূল নেতা।  গতকাল এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মোহনপুর পঞ্চায়েতের ইস্ট শরত্পল্লী এলাকার এসএসকে স্কুলে।

আহত শিক্ষিকা হাসপাতালে ভর্তি।  টিটাগড় থানায় একে অন্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।  

বৃহস্পতিবার সকালে মোহনপুর পঞ্চায়েতের ইস্ট শরত্পল্লী এলাকার এসএসকে স্কুলে যান স্থানীয় তৃণমূল নেতা বিমল চ্যাটার্জি।  ওই সময় মিড ডে মিল নিয়ে স্কুলেরই শিক্ষিকা অঞ্জলি রায় চৌধুরীর সঙ্গে বচসায় জড়ান তিনি। কিছুক্ষণ বচসার পর বিমল চ্যাটার্জি ওই শিক্ষিকাকে হঠাৎই চড় মারেন বলে অভিযোগ।  আক্রান্ত শিক্ষিকাকে ভর্তি করা হয় বিএন বসু হাসপাতালে।

যদিও শিক্ষিকাকে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত বিমল চ্যাটার্জি।  তার স্ত্রী স্কুলের উন্নয়ন খাতে অর্থ দিয়েছেন।  তারই হিসাব নিতে তিনি স্কুলে যান বলে দাবি করেছেন বিমল চ্যাটার্জি।

বিমল চ্যাটার্জি নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক মঞ্জু বসুর ঘনিষ্ঠ।  বিমল চ্যাটার্জির বিরুদ্ধে তোলোবাজি ও মারধরের অভিযোগ এনেছেন মোহনপুর পঞ্চায়েতেরই তৃণমূল উপপ্রধান নির্মল কর।

টিটাগড় থানায় দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যদিও পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করেনি।
৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে