শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪৪:০৯

দারুণ সুখবর, মাত্র ৫ টাকায় সারবে ডায়াবেটিস

দারুণ সুখবর, মাত্র ৫ টাকায় সারবে ডায়াবেটিস

আন্তর্জাতিক ডেস্ক : দারুণ সুখবর, মাত্র ৫ টাকায় সারবে ডায়াবেটিস।  ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবার বাজারে এল আয়ুর্বেদিক ড্রাগ।  বৈজ্ঞানিকভাবে এই আয়ুর্বেদিক ড্রাগের কার্যক্ষমতা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।  

দ্য কাউন্সিল ফল সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) ব্লাড গ্লুকোজ রেগুলেটর- ৩৪ বা বিজিআর-৩৪ নামে এই ড্রাগ নিয়ে এসেছে।  নয়া ওষুধের এক-একটি ট্যাবলেটের দাম মাত্র ৫ টাকা।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

চোখ রাঙানি ডায়াবেটিসে আক্রান্ত কোটি কোটি মানুষ।  আগামী ৫ বছরের মধ্যে ডায়াবেটিস মহামারীর আকার ধারণ করতে পারে বলে এরই মধ্যে সতর্ক করেছেন চিকিত্‍সকরা।

শুধু ডায়াবেটিস নয়, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে যেসব অ্যালোপ্যাথি ওষুধ সাধারণত আমরা নিয়ে থাকি, সেগুলোও কম ক্ষতিকর নয়।  দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের জন্য অ্যালোপ্যাথি ওষুধ খেলে তার পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীরে নানা রকম প্রভাব ফেলে।

এ অবস্থায় আয়ুর্বেদিক ড্রাগ ডায়াবেটিসের চিকিত্‍সায় নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে।  এই ড্রাগে ছয় ধরনের গাছ-গাছড়ার রস ব্যবহার করা হয়েছে।  বাজারে ছাড়ার আগে নানারকম পরীক্ষা-নিরীক্ষায় এ ওষুধের কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া ধরা পড়েনি।

শুধু ডায়াবেটিস নয়, এই ওষুধ নিয়মিত খেলে কিডনি ফাংশন ভালো হয়, রক্তে লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণে থাকে।  অ্যান্টি অক্সিডেন্ট হিসেবেও এই ড্রাগ কাজ করে বলে জানিয়েছেন CSIR-এর মুখ্য গবেষক ড. সি এইচ ভি রাও।

বুধবার কেরলের কোঝিকোড়ে এই ড্রাগ উদ্বোদন করা হয়।  আপাতত শুধু কেরলের মেডিকেল শপে এই নয়া ড্রাগ পাওয়া যাচ্ছে।  শিগগিরই গোটা দেশেই ছড়িয়ে দেয়া হবে বিজিআর-৩৪।
৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে