বুধবার, ০৮ নভেম্বর, ২০২৩, ০৯:০৪:৫৭

বিশ্বকে তাক লাগিয়েছে হেলিকপ্টার মিল V12

বিশ্বকে তাক লাগিয়েছে হেলিকপ্টার মিল V12

আন্তর্জাতিক ডেস্ক : সোভিয়েত রাশিয়া সবসময় তাদের সামরিক অবস্থাকে শক্তিশালী রাখতে চেষ্টা করেছে। তবে আকাশ পথে এরকম কিছু সামরিক যান তারা তৈরি করতে সক্ষম হয়েছিল যা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। 

ছোট ফাইটার জেট থেকে শুরু করে কার্গো বিমান সবকিছুতেই তাদের দক্ষতা রয়েছে। আমরা হেলিকপ্টার বলতে যেমনটা বুঝি রাশিয়া তারা ধারণাকে একেবারে পাল্টে দিয়েছিল।

তারা মিল ভি ১২ নামের একটি বিশাল হেলিকপ্টার তৈরি করেছিল যা রোটার ব্লেড জগতের আইকন হিসেবে পরিচিতি পায়নি। যারা এটি সামনে থেকে দেখেছেন তিনি তার কদর বুঝেছেন। 

এই হেলিকপ্টার ১০৫ টন ভার বহনে প্রস্তুত ছিল। ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য একটি মজবুত ও শক্তিশালী কার্গো হেলিকপ্টার তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। রাশিয়ার বিশাল আয়তন এবং কিছু দুর্গম এলাকার কথা বিবেচনা করে এটি তৈরি করা প্রয়োজন ছিল।

এ বিশাল মডেলের আগে আরো কয়েকটি মডেল রাশিয়ার কারখানায় তৈরি করা হয়েছিল। ১৯৬০ থেকে ১৯৮৫ সালের মাঝখানে বেশ কয়েকটি মডেল প্রস্তুত করে রাশিয়া। 

এর মধ্যে প্রোটোটাইপ হেলিকপ্টারের কথা আলাদা করে বলা যায়। তখনকার সময় এই হেলিকপ্টারের আকার ছিল সবথেকে বড়। অনেক ভার বহন করতে পারত এটি। 

তবে মিল ভি টুয়েলভ মডেলকে বিশ্বের বৃহত্তম হেলিকপ্টার হিসেবে ঘোষণা দেয় গিনেজ বুক। শত্রুর চোখ ফাঁকি দিয়ে ভারী মালামাল বহন করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার সক্ষমতা রাখে এ হেলিকপ্টার।

তবে আপনি যে অবাক হবেন যে, সোভিয়েত রাশিয়া ছোট আকারের হেলিকপ্টার চাইছিল বিধায় এটি সামরিক বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়নি। 

তবে বর্তমানে এম আই ২৬ হেলিকপ্টার দিয়ে এই অভাব মিটানো হচ্ছে। এটি বিশ টন কার্গো বহন করতে পারে। হেলিকপ্টারটির সবথেকে ভালো বিষয় হচ্ছে ভারসাম্য বজায় রাখা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে