শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ১০:৫৬:৩১

এবার স্যামসাং আনলো ‘গ্যালাক্সি এআই’, টেক্কা দিবে অ্যাপলকেও!

 এবার স্যামসাং আনলো ‘গ্যালাক্সি এআই’, টেক্কা দিবে অ্যাপলকেও!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানি বা টেক জায়ান্টগুলোর মধ্যে চলছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রতিযোগিতা। সেই ধারাবাহিকতায় এবার স্যামসাং নিয়ে এসেছে ‘গ্যালাক্সি এআই’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তার নিজস্ব ফিচার। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, মূলত অ্যাপলকে টেক্কা দিতেই নতুন নতুন উদ্ভাবন আনছে স্যামসাং।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৪ সালের শুরুতেই বাজারে আসবে তাদের গ্যালাক্সি এআই। ধারণা করা হচ্ছে, স্যামসাংয়ের ‘এস ২৪’ সিরিজের ফোনের সঙ্গে আসতে পারে ফিচারটি। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে লাইভ কল অনুবাদের বিশেষ সুবিধা পাওয়া যাবে গ্যালাক্সি এআই-তে। এছাড়া স্যামসাংয়ের আগের মডেলের ফোনগুলোর তুলনায় এটি আরও অত্যাধুনিক ফিচারযুক্ত ও ইউজার ফ্রেন্ডলি হবে। তবে ব্যবহারকারীর ফোনে যোগাযোগের পদ্ধতির কাঠামোগত পরিবর্তন আসবে।

স্যামসাং গ্যালাক্সিতে রয়েছে অন-ডিভাইস এআই এবং ক্লাউড-বেসড এআই। অন-ডিভাইস এআইয়ের মাধ্যমে এটি যেকোনো পরিবেশ থেকে ডেটা সংগ্রহ করে প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারকারীকে উপযুক্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

অন্যদিকে ক্লাউড-বেসড এআইয়ের মাধ্যমে দূরবর্তী ক্লাউড সার্ভারের প্রয়োজন ছাড়াই স্মার্ট ডিভাইস একে অপরের থেকে ডেটা সংগ্রহ করতে পারে। স্যামসাং গ্যালাক্সি নিরাপত্তা এবং গোপনীয়তার দিক দিয়ে অন্যান্য সব ডিভাইস থেকে এগিয়ে আছে বলে দাবি প্রতিষ্ঠানটির।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে