আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিম সীমান্তবর্তি রাজ্য গুজরাটের রাজ্য পরিচালিত বাস সার্ভিসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন।
শুক্রবার দুর্ঘটনাটি ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে। সংবাদমাধ্যম জানায়, গুজরাটের নাভসারি জেলার পুরনা নদীতে ব্রিজ থেকে যাত্রীবাহী বাসটি পড় গেলে এ হতাহতের ঘটনা ঘটে। প্রায় ২০ ফিট উপর থেকে বাসটি নদীতে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়।
চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি নদীতে পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম। এদিকে, নাভসারি জেলার পুলিশ সুপার এম এস বারোদা জানান, আহত ২৪ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। আহতদের চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস