আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রায়ই হাঁটেন সেখানে বসবাসকারী মহাকাশচারীরা। বেশির ভাগ সময়ই তাঁরা হাঁটেন স্টেশনের কোনো যান্ত্রিক ত্রুটি সমাধান করতে। এবার এমনই একটি কাজ করতে গিয়ে বড় এক ভুল কর ফেললেন নভোচারীরা।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট বলছে, সম্প্রতি মহাকাশ স্টেশনের বাইরে হাঁটছিলেন নাসার মহাকাশচারী জেসমিন মগবেলি ও লোরাল ও’হারা। ওই সময় তাঁদের কাছে থাকা একটি ব্যাগ পড়ে যায় মহাকাশে। আর সেই ব্যাগে ছিল গুরুত্বপূর্ণ সব যন্ত্রাংশ।
তবে এই ভুলের কারণে পৃথিবীর বাসিন্দারা ‘সুবর্ণ এক সুযোগ’ পেলেন। সেই টুলবক্স এখন পৃথিবী থেকে দেখা যাচ্ছে। এমনটাই বলছে নিউইয়র্ক পোস্টসহ আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যম। এমনটি সেই টুলবক্সের ছবিও প্রকাশ করা হয়েছে।
#NASA astronauts drop tool bag during ISS spacewalk, you can see it from Earthhttps://t.co/VIDCEQu8fg pic.twitter.com/Thf4DVFPP4
— Hindustan Times (@htTweets) November 14, 2023
ওই ব্যাগ এখন পৃথিবীর চারপাশে ঘুরছে। তবে সরাসরি দেখা যাচ্ছে না, লাগছে বাইনোকুলার। এ ছাড়া আকাশে কোনো স্কাইডাইভার থাকলে, তিনিও দেখতে পারছেন ওই টুলবক্স। তবে এতে মহাকাশ স্টেশনের বড় কোনো ক্ষতি হবে না বলেই মনে করা হচ্ছে। এটি ফিরিয়ে নিতে কোনো উদ্যোগও নেওয়া হয়নি।