বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ০২:৩৬:২২

২৬৫ বছর আগের প্রেমপত্রে স্বামীকে উদ্দেশ্য করে যা লিখেছিলেন স্ত্রী

২৬৫ বছর আগের প্রেমপত্রে স্বামীকে উদ্দেশ্য করে যা লিখেছিলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ২৬৫ বছর আগে ফরাসি নাবিকদের উদ্দেশে লেখা একগাদা চিঠি খুঁজে পেয়েছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেনো মোর্যু।

রেনো জানান, চিঠিগুলো কখনোই প্রাপক পর্যন্ত পৌঁছায়নি, সেগুলো কেউ খুলেও দেখেনি। চিঠিগুলোতে ১৮ শতকের বৈবাহিক ও পারিবারিক জীবনের সুন্দর কিছু মুহূর্তের পাশাপাশি পারিবারিক জীবনের কলহের চিত্রও ফুটে উঠেছে।

যার ৫৯ শতাংশই নারীদের লেখা। ‘তোমাকে আবিষ্ট করার জন্য আর অপেক্ষা করতে পারছি না’-চিঠিতে এমন একটি লাইন ছিল স্বামী জ্যঁ তপসেন্তের উদ্দেশে লেখা স্ত্রী অ্যান লুসেফের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে