শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ১২:৫৭:৫৮

কোন ব্র্যান্ডের মোটরসাইকেল সবচেয়ে বেশি বিক্রি হয়েছে? তাহলে জানুন

কোন ব্র্যান্ডের মোটরসাইকেল সবচেয়ে বেশি বিক্রি হয়েছে? তাহলে জানুন

আন্তর্জাতিক ডেস্ক : বাজাজের মোটরসাইকেলে নানা ব্র্যান্ড আছে। এর মধ্যে কিছু বাংলাদেশে তৈরি, কিছু ভারতে। চীন ও জাপানে তৈরি মোটরসাইকেলও আছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কোন ব্র্যান্ডের মোটরসাইকেল বেশি বিক্রি হয়।

ভারতের বাজারের কথা বললে, সেখানে চীন, জাপানের পাশাপাশি সে দেশে তৈরি মোটরসাইকেলের রমরমা বাজার। সেই বাজার এখন বাজাজ পালসারের দখলে।

শুধু ভারত নয়, বিশ্ববাজারেও ঝড় তুলেছে পালসার বাইক। গত অক্টোবর মাসে ভারতে পালসার সিরিজের মোটরসাইকেল বিক্রি হয়েছে ১.৬১ লাখ ইউনিট। যা রীতিমতো রেকর্ড করেছে।

অক্টোবরে ভারতে বাজাজ ২ লাখ ৭৮ হাজার ৪৮৬টি মোটরসাইকেল বিক্রি করেছে। যার সিংহভাগই পালসার।
স্টাইলিশ কমিউটার বাইক বলুন কিংবা ২০০ সিসি ইঞ্জিনের তুখোড় স্পোর্টস বাইক, সর্বত্র বাজার দখল করে রেখেছে বাজাজ। আর এই ক্ষেত্রে প্রতিপক্ষ টিভিএস অ্যাপাচি সিরিজকে বেশ চাপে ফেলেছে এই বাইক।

দুই চাকা ও বাণিজ্যিক গাড়ি মিলিয়ে প্রায় ৪ লাখ ৭১ হাজার ১৮৮ ইউনিট বিক্রি করেছে বাজাজ। যা ২০২২ সালের অক্টোবরের তুলনায় ১৯ শতাংশ বেশি। টু হুইলারের ক্ষেত্রেও ২০২২ সালের অক্টোবরের তুলনায় ৩৫ শতাংশ বেশি বাইক বিক্রি করেছে বাজাজ অটো।

এই বিক্রিতে যার অবদান সবথেকে বেশি সেটি হল বাজাজ পালসার সিরিজ। এই সিরিজের অধীনে বিভিন্ন সিসি অনুযায়ী মোটরসাইকেল বিক্রি করে সংস্থা। যেমন পালসার ১২৫, পালসার ১৫০, পালসার এন১৬০ এবং পালসার আরএস ২০০ মডেল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে