শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১২:৫৭:২৯

ঝড় তুলতে নতুন কাওয়াসাকি নিনজা 500, Z 500 সুপার বাইক উন্মোচন

ঝড় তুলতে নতুন কাওয়াসাকি নিনজা 500, Z 500 সুপার বাইক উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক : নতুন কাওয়াসাকি নিনজা 500 এবং Z 500 সুপার বাইক উন্মোচন হয়েছে। খুব শীঘ্রই ভারত তথা আন্তর্জাতিক বাজারে বাইকগুলো লঞ্চ করবে কাওয়াসাকি। 

এদিন EICMA 2023-এ (গাড়ি-বাইক প্রদর্শনী অনুষ্ঠান) এই দুই মোটরসাইকেল প্রকাশ করেছে কাওয়াসাকি। জানা যাচ্ছে, দুটি বাইকই ভারতে লঞ্চ করবে সংস্থা। কী ইঞ্জিন ও বৈশিষ্ট্য থাকছে বিস্তারিত দেখে নিন।

Kawasaki Ninja 500 এবং Z 500 মোটরসাইকেল আনছে জাপানি সংস্থাটি। সম্প্রতি এই দুই মোটরসাইকেলের একাধিক তথ্য প্রকাশ করেছে কাওয়াসাকি। 

সুপার বাইকের দুনিয়ায় ঝড় তুলতে আসছে নিনজা 500। মাঝারি ওজনের বাইকের বাজারে তুখোড় দুটি মেশিন হতে পারে বলে মনে করছেন অনেকে।

দুই বাইকেই থাকবে লিকুইড কুল্ড প্যারালাল টুইন ইঞ্জিন। 500 সিসি সেগমেন্টের বাজারে প্রবেশ করতে চলেছে নিনজা 500 ও Z 500। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে Kawasaki Eliminator 500 উন্মোচন করেছে সংস্থা। সেই বাইকের ইঞ্জিনই এতে থাকবে বলে শোনা যাচ্ছে।

Kawasaki Ninja 500 : 451 সিসি প্যারালাল টুইন সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন থাকবে এতে। যা সর্বোচ্চ 45.4 হর্সপাওয়ার শক্তি এবং 42.6 এনএম টর্ক তৈরি করতে পারবে। সঙ্গে থাকবে স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ। সংস্থার চিরাচরিত Trellis ফ্রেমের উপর ভর করে বানানো হয়েছে এই মোটরসাইকেল।

অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে LCD ডিসপ্লে (স্ট্যান্ডার্ড ভার্সনে)। টপ-স্পেক মডেলে ব্লুটুথ কানেক্টেড TFT ডিসপ্লে এবং USB চার্জিং পোর্ট এবং কি-লেস ইগনিশন। আন্তর্জাতিক বাজারে যা যা বাইক বিক্রি করে কাওয়াসাকি যেমন – নিনজা 400, ZX-4R, তার প্রায় সবই ভারতে উপলব্ধ। তাই আশা করা হচ্ছে এই বাইকও শীঘ্রই ভারতে লঞ্চ হবে।

অপরদিকে Kawasaki Z 500-তে LED DRL, নয়া ডিজাইনের ফুয়েল ট্যাংক এবং ফ্রন্ট-রিয়ার সেকশন। চেহারার আলাদা হলেও ইঞ্জিনের ক্ষেত্রে Ninja 500 এর মতোই স্পেসিফিকেশন থাকবে এতে। দুই বাইকেরই দু চাকাই মিলবে প্রিমিয়াম ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে