শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ০১:০১:০৬

মাইলেজ ও পারফরম্যান্সে এই বাইক টেক্কা দেবে পালসারকেও!

মাইলেজ ও পারফরম্যান্সে এই বাইক টেক্কা দেবে পালসারকেও!

আন্তর্জাতিক ডেস্ক : বাজাজের তৈরি পালসার জনপ্রিয় মোটরসাইকেল। এই বাইককে টেক্কা দিতে হাজির হয়েছে টিভিএসের নতুন মোটরসাইকেল। যার নাম টিভিএস রেইডার সুপার স্কোয়াড এডিশন।

মাইলেজ ও পারফরম্যান্সের নিরিখে দারুণ বিকল্প এই বাইক। দামও বাজাজ পালসারের থেকে কম। টিভিএস এর এই বাইকটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

দুই চাকার বাজারে বিশেষ করে মোটরসাইকেলের ক্ষেত্রে বাজাজ পালসার অন্যতম একটি নাম। নতুন বাইক কেনার সময় বহু মানুষের প্রথম চয়েস থাকে এই মোটরবাইক। তবে টিভিএস সম্প্রতি এমন একটি টু হুইলার এনেছে যার সামনে পালসার ফিকে মনে হতে পারে।

আগস্ট মাসে বাইকটি লঞ্চ করেছে টিভিএস মোটর। ১২৫ সিসি বাইকের বাজারে রাজত্ব করতে এই বাইক হাজির হয়েছে। দারুণ মাইলেজের পাশাপাশি দুরন্ত পারফরম্যান্স দিতে পারে টিভিএস রেইডার।

রেইডারের সুপার স্কোয়াড এডিশনে প্রতি লিটারে ৬৭ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। সঙ্গে মিলবে ফাটাফাটি হর্সপাওয়ার এবং টর্ক। এই বাইকে ইঞ্জিন রয়েছে ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সঙ্গে ৫ স্পিড গিয়ারবক্স। এই ইঞ্জিন সর্বোচ্চ ১১.২ হর্সপাওয়ার এবং ১১.২ এনএম টর্ক তৈরি করতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে