শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ১০:০০:৩৯

রাইডারদের হার্টবিট বাড়াবে কেটিএমের এই বাইক , সবাই চাইবেন চালাতে!

রাইডারদের হার্টবিট বাড়াবে কেটিএমের এই বাইক , সবাই চাইবেন চালাতে!

আন্তর্জাতিক ডেস্ক : কেটিএম দুর্দান্ত স্পোর্টস বাইক তৈরি করে। প্রতিষ্ঠানটি এমন এক বাইক আনল যা রাইডারদের হার্টবিট বাড়াবে। সবাই চাইবেন একবার হলেও এই বাইক চালাতে।

বাইকটির মডেল কেটিএম ডিউক ৯৯০। এই বাইকে রয়েছে ৯৪৭ সিসির প্যারালাল-টুইন লিকুইড কুলড ইঞ্জিন। যা ১২৩ পিএস শক্তি এবং ১০৩ এনএম টর্ক দেয়। এতেই রয়েছে বাইকের প্রাণ।

নতুন কেটিএম ডিউকে রয়েছে ১৪.৫ লিটারের ফুয়েল ট্যাংক। বাইকটির কার্ব ওয়েট ৯৯০ কেজি। এটি দুটি রঙে কেনা যাবে- ইলেকট্রিক অরেঞ্জ এবং ব্ল্যাক ডিউক।

কুইকশিফটার এবং ট্র্যাকশন কন্ট্রোলের মতো বৈশিষ্ট্যগুলির পাশাপাশি এই স্পোর্টি বাইকে তিনটি রাইড মোড রয়েছে। এগুলো হলো রেইন, স্ট্রিট এবং স্পোর্ট।


কেটিএম-এর কমলা ও কালোর মেলবন্ধন এই বাইকের রঙে একটি দারুণ মাত্রা যোগ করে। অন্য স্পোর্টস বাইক যা দিতে পারে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে