শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ০৭:৫৩:১৭

স্ত্রীর আবদার, তারপরের ঘটনায় প্রচুর রক্ত ঝড়ে, স্বামীর মৃত্যু!

স্ত্রীর আবদার, তারপরের ঘটনায় প্রচুর রক্ত ঝড়ে, স্বামীর মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের পুনের ওয়ানওয়াদি এলাকায় আবদার না মেটানোয় স্ত্রীর ঘুষিতে রিয়েল এস্টেট ডেভেলপার নিখিল খান্নার মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর ৩৬তম জন্মদিন ছিল স্ত্রী রেনুকার। জন্মদিনে দুবাই নিয়ে যাওয়ার আবদার করেছিলেন তিনি। ইচ্ছে ছিল সেখানেই স্বামীর সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করবেন। তবে ইতিবাচক সাড়া দেননি নিখিল খান্না। এতে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে রেনুকা নিখিলকে ঘুষি দিলে সেখানেই তার মৃত্যু হয়।

ওয়ানওয়াদি থানার এক পুলিশ কর্মকর্তা বলেছেন, গত ৫ নভেম্বর এই দম্পতির বিবাহবার্ষিকী ছিল। এই উপলক্ষে স্বামীর কাছ থেকে ভালো কিছু উপহার আশা করেছিলেন।এক আত্মীয়ের জন্মদিন উপলক্ষে রেনুকা দিল্লি যেতে চেয়েছিলেন। কিন্তু তার স্বামীর কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাননি। এসব কারণে তিনি আপসেট ছিলেন। 

এসব বিষয় নিয়ে শুক্রবার এই দম্পতির মধ্যে তুমুল ঝগড়া হয়। ক্ষোভের মধ্যে ওই নারী তার স্বামীর নাকে ঘুষি মারেন। এতে তার প্রচুর রক্ত ঝরে। ফলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তিনি বলেন, এ ঘটনার পরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিখিলকে সসুন জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে