মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১২:১৫:২৬

এবার মালয়েশিয়া যেতে ভিসা লাগবে না যাদের

এবার মালয়েশিয়া যেতে ভিসা লাগবে না যাদের

আন্তর্জাতিক ডেস্ক : ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা নিয়ে আসছে মালয়েশিয়া। গতকাল রোববার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। তবে শুধু চীনা ও ভারতীয়রা এই সুবিধা পাবেন। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে এই ভিসা–ফ্রি নীতি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, রোববার ক্ষমতাসীন রাজনৈতিক দল পিপলস জাস্টিস পার্টির কংগ্রেসে বক্তব্য দেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ওই সময় তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, এই সুবিধার আওতায় ভারতীয় ও চীনারা ভিসা ছাড়া মালয়েশিয়ায় সর্বোচ্চ ৩০ দিন থাকতে পারবেন।

এ নিয়ে সোমবার এক বিবৃতি প্রকাশ করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা মিলবে। এরপর নবায়ন করা হবে কি না—তা পরে জানানো হবে।

এশিয়ার পর্যটন নির্ভর দেশগুলোর একটি মালয়েশিয়া। চলতি বছরের প্রথম ৬ মাসে দেশটিতে ভ্রমণ করেন প্রায় ১ কোটি বিদেশি পর্যটক। মালয়েশিয়ায় ভ্রমণ করা পর্যটকদের তালিকায় সংখ্যার দিক থেকে চতুর্থ ও পঞ্চম অবস্থানে চীন ও ভারত। ওই সময় ভারত থেকে প্রায় ৩ লাখ এবং চীন থেকে গেছেন ৫ লাখ।

পর্যটন খাতকে আরও এগিয়ে নিয়ে যেতে এর আগে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে এশিয়ার আরেক দেশ চীনও। এরই মধ্যে এই সুবিধা পরীক্ষামূলকভাবে চালুর ঘোষণা দিয়েছে দেশটি। আগামী ডিসেম্বর থেকে বিশ্বের ৬ দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবিসি বলছে, এই সুবিধার আওতায় যুক্ত দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়া। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত এই পরীক্ষামূলক সুবিধা থাকবে। ভিসা ছাড়া ১৫ দিন থাকা যাবে দেশটিতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে