শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:২৮:০৮

‌'রাশিয়ার ভয়ে সিরিয়া থেকে পালাচ্ছে হাজার হাজার মানুষ'

‌'রাশিয়ার ভয়ে সিরিয়া থেকে পালাচ্ছে হাজার হাজার মানুষ'

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র বলেছে, সিরিয়া থেকে হাজার হাজার শরণার্থী যেভাবে তুরস্কের সীমান্তের দিকে পালাচ্ছে, তাতে সেখানে এক চরম মানবিক সংকট তৈরি হচ্ছে। আলেপ্পো শহরে গত কয়েকদিনে রাশিয়ার সমর্থনপুষ্ট সিরিয়ার সরকারি বাহিনী ব্যাপক গোলাবর্ষণ করেছে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

এর ফলেই হাজার হাজার সিরিয় নাগরিক এখনো পালাচ্ছে তুর্কি সীমান্ত অভিমুখে। পালিয়ে যাওয়া শরণার্থীরা তাদের প্রথম রাতটি কাটিয়েছে তুরস্কের সীমান্তের একটি সাময়িক আশ্রয়কেন্দ্রে। কারণ কর্তৃপক্ষ সীমান্ত বন্ধ করে রাখায় শরণার্থীরা তুরস্কে ঢুকতে পারছে না।

তুরস্কের একজন কর্মকর্তা জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় অন্তত, ৩৫ হাজার শরণার্থী সীমান্তে এসে জড়ো হয়েছে। সিরিয়ায় সংঘাত শুরু হবার পর দেশটির বিশ লাখেরও বেশী শরণার্থীকে আশ্রয় দিয়েছে তুরস্ক, কিন্তু আরো শরণার্থীকে তারা এখন আশ্রয় দেবে কিনা সেটা এখনো পরিষ্কার কিছু জানা যায়নি।

এদিকে, আলেপ্পো থেকে তুমুল লড়াইয়ের খবর আসছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে গতকালই বলা হয়েছে, সরকারী বাহিনী আলেপ্পোর পার্শ্ববর্তী শহর রাতিয়ান দখল করে নিয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে সেখানে গতকাল পর্যন্ত উভয় পক্ষের একশ বিশ জনের মতো নিহত হয়েছে। সংবাদদাতারা বলছেন সেনাবাহিনী এখন আলেপ্পো শহর ঘিরে ফেলবার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে