শুক্রবার, ০১ ডিসেম্বর, ২০২৩, ১২:১৩:৩৯

চমৎকার ফোল্ডেবল ফোন আনছে ওয়ানপ্লাস

চমৎকার ফোল্ডেবল ফোন আনছে ওয়ানপ্লাস

আন্তর্জাতিক ডেস্ক : এবার ফোল্ডেবল ফোন আনছে জনপ্রিয় গ্যাজেট নির্মাতা সংস্থা ওয়ানপ্লাস। দিন দিন বাড়ছে ফোল্ডেবল স্মার্টফোনের চাহিদা। 

এরই মধ্যে স্যামসাং, অপো, ভিভো, মটোরোলাসহ অনেক সংস্থা। স্যামসাংকে টেক্কা দিতে শাওমিও কিছুদিন আগেই বাজারে তাদের ভাঁজ করা ফোন এনেছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ওয়ানপ্লাস।

ফ্যাশনেবল এই ট্রেন্ডি ফোনের শখ কম বেশি সবারই আছে। চীনা সংস্থা ওয়ানপ্লাস এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এবার আরও চমক নিয়ে আসছে সংস্থাটি। আগামী মাসেই তাদের প্রথম ভাঁজ করা ফোন বা ফোল্ডেবল আসছে বাজারে।

ওয়ানপ্লাসের ফোল্ডিং ফোনে একটি নোটবুকের মতো ফর্ম ফ্যাক্টর থাকবে বলে আশা করা হচ্ছে, যা অনেকটাই গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গুগল পিক্সেল ফোল্ডের মতো। ওয়ানপ্লাস ভি ফোল্ডে ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ একটি ৬.৩ ইঞ্চির অ্যামোলেড এফএইচডি+ কভার ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।

৩.৩৬ জিহার্জ-এ ১৬ জিবি র্যামের সঙ্গে মিলিত একটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। সঙ্গে ১৬ জিবি র্যাম থাকবে। এতে একটি ৪৮ এমপি প্রাইমারি সেন্সরের সঙ্গে একটি আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ৬৪ এমপি টেলিফটো ক্যামেরা থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও ডিভাইসটিতে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ২০ এমপি ক্যামেরা এবং একটি ৩২ এমপি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকতে পারে। একটি ৪,৮০৫ এমএএইচ ব্যাটারি সহ বাজারে আসতে পারে। এটি ৬৭ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।

২৯ আগস্ট নিউ ইয়র্কে লঞ্চ হতে যাচ্ছে ফোল্ডেবল স্মার্টফোন টি। অন্যান্য দেশের বাজারে কবে থেকে ফোনটি পাওয়া যাবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, খুব শিগগির আসতে পারে ফোনটি। তবে দাম সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সূত্র: সিনেট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে