শুক্রবার, ০১ ডিসেম্বর, ২০২৩, ০৩:২৫:৫১

দারুণ চমক নিয়ে আসছে Realme GT 5 Pro

দারুণ চমক নিয়ে আসছে Realme GT 5 Pro

আন্তর্জাতিক ডেস্ক : 3x অপটিকাল জুম-সহ 50 মেগাপিক্সেল Sony IMX890 ক্যামেরা নিয়ে আসছে রিয়েলমির নতুন ফোন। তবে সব ফিচারের মধ্যে এটির ফাস্ট চার্জিং প্রযুক্তি। 

ডিসেম্বরেই লঞ্চ হবে রিয়েলমির নতুন স্মার্টফোন। ভারতে আসতে পারে 2024 এর শুরুর দিকে। ফোনে নতুনত্ব কী কী থাকছে জেনে নিন। রইল ফোনের সম্ভাব্য ফিচার্স ও স্পেকস।

দারুণ চমক নিয়ে আসছে Realme GT 5 Pro। কোম্পানির নতুন সাড়া ফেলেছে লঞ্চ হওয়ার আগেই। কারণ, এতে থাকছে বেশ কিছু তুখোড় ফিচার্স যা আপনার স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বদলে দিতে পারে। যেমন ধরুন 100W ফাস্ট চার্জিং। যা নিমেষে 100 শতাংশ চার্জ করবে ফোন।

এছাড়াও ছবি তোলার জন্য 3x অপটিকাল জুম-সহ Sony IMX890 সেন্সরের 50 মেগাপিক্সেল ক্যামেরা। এখানেই শেষ নয়, এই ফোনে পাওয়ারফুল এবং লেটেস্ট Snapdragon 8 Gen 3 প্রসেসর দিতে চলেছে রিয়েলমি।

জানা গিয়েছে, 7 নভেম্বর প্রথমে চিনে লঞ্চ হবে এই স্মার্টফোন। তারপর বাকি দেশে এই হ্যান্ডেসেট ছাড়বে রিয়েলমি। ভারতে 2024 সালে দেখা যেতে পারে GT 5 Pro। যদিও, কোম্পানির পক্ষ থেকে ভারতে লঞ্চ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Realme GT 5 Pro এর দাম থাকতে পারে 50,000-60,000 টাকা। এই দাম দিয়ে বদলে কী কী সুবিধা পাবেন ফোন থেকে? চলুন দেখে নেওয়া যাক ফিচার্স এবং স্পেসিফিকেশন।

সম্ভাব্য ফিচার্স ও স্পেসিফিকেশন : 6.78 ইঞ্চি 1.5K BOE AMOLED কার্ভ ডিসপ্লে থাকছে এই ফোনে। সঙ্গে 120Hz রিফ্রেস রেট। পিক ব্রাইটনেস 3000 নিটস। প্রসেসর মিলবে Snapdragon 8 Gen 3 চিপসেট। যা গেমিংয়ের জন্য পারফেক্ট প্রসেসর।

জানা গিয়েছে, 16GB পর্যন্ত ব়্যাম এবং 1TB পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে এই ফোনে। ব়্যাম ও স্টোরেজ দুই বিভাগেই বাজার কাঁপাতে চলেছে রিয়েলমি। অপারেটিং সিস্টেম থাকবে অ্যান্ড্রয়েড 14। যা বর্তমানে শুধু Google Pixel 8 স্মার্টফোনেই রয়েছে।

তবে, iQOO 12 স্মার্টফোন খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম নিয়ে আসতে চলেছে। রিয়েলমি জিটিতে ক্যামেরা পাবেন, পিছনে 3x অপটিকাল জুম-সহ 50 মেগাপিক্সেল OIS প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং 50 মেগাপিক্সেল Sony IMX890 টেলিফটো লেন্স।

এই ক্যামেরা দিয়ে 120x সুপার জুম করা যাবে। ফোনের সামনে থাকবে 32 মেগাপিক্সেল ক্যামেরা। সংস্থার দাবি অনুযায়ী, এতে উন্নত টেলিফটো ক্যামেরা-সহ তাপ অপচয় শক্তি সরবরাহ করার প্রযুক্তির ব্যবস্থা থাকবে।

এই ফোনের বড় বৈশিষ্ট্য এটির ব্যাটারি এবং চার্জিং। 5,400mAh ব্যাটারি ক্যাপাসিটির সঙ্গে 100W ক্ষমতার ওয়্যার চার্জিং এবং 50W ক্ষমতার ওয়্যারলেস চার্জিং থাকতে পারে স্মার্টফোনে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে