আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে বাইক নির্মাতা সংস্থাগুলোর মধ্যে অন্য়তম জনপ্রিয় সংস্থা হচ্ছে হিরো। বাইকপ্রেমীদের পছন্দের তালিকায় শুরুতেই থাকে হিরোর বাইকগুলো।
এবার সংস্থাটি তাদের অন্যতম আকর্ষণীয় বাইক আনলো বাজারে। যার নাম হিরো এক্সট্রিম ২০০এস ৪ভি।
এই বাইকে পাওয়ারের জন্য রয়েছে আপডেটেড ২০০সিসি ফোর-ভালভ, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুলড মোটর, যাতে ফুয়েল ইঞ্জেকশনও রয়েছে।
ফোর-ভালভ ইঞ্জিনটি ৮০০০ আরপিএম-এ ১৮.৮ বিএইচপি এবং ৬৫০০ আরপিএম-এ ৬৫০০ টর্ক দিতে পারে।
আগের প্রজন্মের তুলনায় নতুন এই মডেলটি ৬ শতাংশ বেশি পাওয়ার এবং ৫ শতাংশ বেশি টর্ক দিতে পারবে। ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে একটি ৫ স্পিডের গিয়ারবক্সের সঙ্গে। তবে এখন আরও ভালো অ্যাক্সিলারেশনের জন্য তা অপটিমাইজ করা রয়েছে।
নতুন বাইকটিতে এখন একটি নতুন স্প্লিট হ্যান্ডেলবার দেওয়া হয়েছে, যাতে লম্বা রাইডের জন্য স্বস্তিদায়ক জার্নি অনুভব করতে পারবেন চালকরা।
নতুন রিয়ার টায়ার হাগারও রয়েছে বাইকটিতে। এছাড়া রয়েছে একজোড়া এলইডি হেডল্যাম্প ও হেডল্যাম্প ডিআরএল ও তার সঙ্গে হেডল্যাম্প টেললাইট ও লাইট গাইড, যা বাইকটিকে আরও চমৎকার লুক দিয়েছে।
এছাড়া ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে। সেই সঙ্গে রয়েছে টার্ন বাই টার্ন নেভিগেশন এবং মেসেজ, কল অ্যালার্ট, যা পেয়ার করা রয়েছে এলসিডি ইনস্ট্রুমেন্ট কনসোলের সঙ্গে। আগের প্রজন্মের বাইকের মতোই এই বাইকের সামনেও রয়েছে টেলিস্কোপিক ফর্ক।
ফুল ফেয়ার মোটরসাইকেলটি মুন ইয়েলো, প্যান্থার ব্ল্যাক মেটালিক এবং স্টিলধ এডিশনের ডুয়াল টোন কালার অপশনে পাওয়া যাবে।
ভারতে বাইকটির দাম থাকছে ১ লাখ ৪১ হাজার রুপি (এক্স-শোরুম, দিল্লি)। বাংলাদেশি মুদ্রায় যা ১ লাখ ৮৬ হাজার টাকা। সূত্র: হিন্দুস্থান টাইমস