সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫৫:৩৮

‘রিজ’ ২০২৩ সালের সেরা শব্দ নির্বাচিত

‘রিজ’ ২০২৩ সালের সেরা শব্দ নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক : অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি) সোমবার ‘রিজ’কে ২০২৩ সালের সেরা শব্দ হিসেবে নির্বাচন করেছে। শব্দটির অর্থ হিসেবে তারা উল্লেখ করেছে, শৈলী (স্টাইল) বা আকর্ষক।  এএফপি ও স্কাই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞদের একটি দল এবং কয়েক হাজার মানুষ এ বছরের সেরা শব্দ নির্বাচন করতে ‘রিজ’ এর পক্ষে ভোট দিয়েছেন।

মূলত ‘জেড জেনারেশন’ বা ১৯৯৫-২০১০ সালের মধ্যে জন্মগ্রহণকারীরা সঙ্গীকে আকৃষ্ট করার গুণ বোঝাতে ‘রিজ’ শব্দটি ব্যবহার করেন। 

এ বছর সেরা হওয়ার তালিকায় ছিল মোট আটটি শব্দ। এর মধ্যে ‘সুইফটি’ অন্যতম। সংগীতশিল্পী টেইলর সুইফটের অতি উৎসাহী ভক্ত বোঝাতে এ শব্দটি ব্যবহার করা হয়।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সেরা হওয়ার দৌঁড়ে ‘রিজ’কে এগিয়ে দিয়েছে এর বহুল ব্যবহার। গত জুনে ‘স্পাইডার-ম্যান’খ্যাত অভিনেতা টম হল্যান্ডকে সাক্ষাৎকারের সময় ‘রিজ’ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। 

জবাবে হল্যান্ড বলেছিলেন, ‘আই হ্যাভ নো রিজ হোয়াটসোএভার’ বা আমার মধ্যে আকর্ষণীয় কিছু নেই। এরপরই ‘রিজ’ শব্দের ব্যবহার বেড়ে যায়।

ওইউপি বলেছে, ‘রিজ’ শব্দটি সামাজিক যোগাযোগের মাধ্যমে সাড়া ফেলেছে। এটি দেখিয়েছে, কিভাবে ইন্টারনেট প্রাথমিকভাবে ভাষাকে ‘মূলধারায়’ নিয়ে যেতে পারে। 

ওইউপি আরো জানিয়েছে, “ব্যুৎপত্তিগতভাবে শব্দটি ‘ক্যারিশমা’ শব্দের একটি সংক্ষিপ্ত রূপ বলে ধারণা করা হয়। এটি শব্দের মধ্যবর্তী অংশ থেকে নেওয়া হয়েছে, যা একটি অস্বাভাবিক শব্দ গঠনের ধরণ।”

টানা দ্বিতীয় বছরের মতো অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ বাছাইয়ে সাধারণ মানুষ অংশ নিয়েছেন। এর আগের বছরগুলোতে সেরা শব্দ নির্বাচিত হয়েছিল; ‘ভ্যাক্স’ (২০২১), ‘ক্লাইমেট ইমারজেন্সি’ (২০১৯) ও ‘সেলফি’ (২০১৩)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে